ছাত্রলীগ- কর্মীর নির্মম বাস্তবতা.......
বাইকের তেল = ১০০/- ( প্রটোকল)
১০ জন কর্মী = ২০০/- (আপ্যায়ন খরচ)
মোবাইল বিল = ৩০/- (নেতা/কর্মীদের খোঁজ নিতে)
বাইরে খেতে গেলে দুপুরে +রাতের খাবার =১৫০/-
বাসা ভাড়া = ১০০/- (ঢাকা শহরে হয় যদি)
পড়া-লেখার খরচ = ২০/- (সরকারি কলেজ)
----------------------------------------
দৈনিক খরচ = ৬০০/-
#খাবার আর বাসা #ভাড়া বাদ দিয়ে ধরে নিলাম দৈনিক খরচ
(৬০০-২৫০)= ৩৫০ টাকা।
প্রতি মাসে = ১০.৫০০/- (দশ হাজার পাঁচশত টাকা।)
এই টাকার উৎস কোথায়?
পড়ালেখার খরচের জন্য মধ্যবিত্ত পরিবার থেকে বাবা মাসে পাঁচ/ছয় হাজার টাকা দিতেই হিমশিম খেয়ে যায়...!!
ছাত্রলীগ করলে অবার চাকরি করা যাবে না,
ব্যাবসা করা যাবে না,
তথা কোন পেশায়ই থাকা যাবে না।
তাহলে ২৯ বছর পর্যন্ত ছাত্রলীগ করা কর্মহীন,
ঋণগ্রস্ত ছেলেটার ভবিষ্যৎ কী??
হাতে গোনা কিছু ছাত্রনেতা ব্যাতীত বাকীদের কোন ভবিষ্যৎ থাকেনা, থাকবেনা। তবুও ভালোবেসে যায়, ভালোবাসবেই...কি অদ্ভুত সেই মায়াজাল---!!
❤️❤️❤️❤️❤️প্রিয় সংগঠন ❤️❤️❤️❤️❤️
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ছাত্রলীগ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,