8
22
মেয়ে শিশুরা ছেলে শিশুদের এক দেড় মাস আগেই কথা বলা শেখে এবং বড় হওয়ার পরও নারীরা পুরুষদের তুলনায় বেশি শব্দ বলে বা কথা বেশি বলে।
যেখানে নারীরা প্রতি ২৪ ঘন্টায় গড়ে ১৬,০০০ শব্দ প্রয়োগ করেন সেখানে ২৪ ঘন্টায় একজন পুরুষ গড়ে ৮-৯ হাজার শব্দ প্রয়োগ করেন।
জানা ছিল না, তবে মেয়েদের দেখে এমনই ধারণা ছিল।