কিভাবে একজন মানুষের IQ (Intelligence Quantity) মাপা হয় ??
১৯১৬ খ্রীস্টাব্দে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল, এম, টারম্যান সর্ব প্রথম বুদ্ধি পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন এবং আই-কিউ (Intelligence Quotient বা I.Q) শব্দটি ব্যবহার করেন । যে কোন ব্যক্তির বুদ্ধি পরিমাপের জন্য IQ ব্যবহার করা হয় ।
আই-কিউ নির্ণয় (I.Q Test):
IQ হলো মানসিক বয়স ও প্রকৃত বয়সের অনুপাত । মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে ১০০ দ্বারা গুণ করলে IQ পাওয়া যায় ।
সূত্রটি হল -
(I.Q) = (মানসিক বয়স /প্রকৃত বয়স) * ১০০
এখানে ১০০ দ্বারা গুণ করা হয় ভগ্নাংশ এড়ানোর জন্য এবং ১০০ কে ধ্রুবক হিসেবে ধরা হয় ।
মানসিক বয়স :
মানসিক বয়স বলতে বুঝায় বিশেষ বয়সের জন্য নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নমালা তৈরি করা হয় এবং কেউ যদি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পরে তবে তার মানসিক বয়স হবে তত । যেমন - ৫ বৎসর বয়সের শিশু ৫ বৎসরের জন্য নির্দিষ্ট প্রশ্নমালার উত্তর সঠিকভাবে দিতে পারে হবে তার মানসিক বয়স হবে ৫ । যদি সে ৬ বৎসর বয়সের জন্য প্রশ্নমালার সঠিক উত্তর দিতে পারে তবে তার মানসিক বয়স হবে ৬। যদি সে ৫ বৎসর বয়সের জন্য প্রশ্নমালাটির উত্তর দিতে না পারে এবং ৪ বৎসর বয়সের জন্য প্রণীত প্রশ্নমালার উত্তর দিতে পারে তাহলে তার মানসিক বয়স হবে ৪ যদিও তার জন্মগত বয়স ৫ বৎসর।
প্রকৃত বয়স :
জন্ম থেকে পরীক্ষায় অংশগ্রহণের দিন পর্যন্ত বয়সকে প্রকৃত বয়স বলে ।
বর্তমানে আইকিউ নির্ণয়ের পদ্ধতির অনেক উন্নতি সাধন করা হয়েছে এবং বিভিন্ন পদ্ধতিতে আই-কিউ নির্ণয় (I.Q Test) করা হয়।
আইকিউ স্কেল:
IQ এর মান অনুযায়ী মানুষকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় । যেমন -
যাদের IQ এর মান ৭০ এর নীচে তাদের বলা হয় জড় বুদ্ধিসম্পন্ন । যাদের IQ এর মান ৭০ থকে ৯০ এর মধ্যে তাদের বলা হয় স্বল্প বুদ্ধিসম্পন্ন ।যাদের আই-কিউ এর মান ৯০ থেকে ১২০ এর মধ্যে তাদের বলা হয় স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন। যাদের IQ এর মান ১২১ থেকে ১৪০ এর মধ্যে তাগের বলা হয় বেশি বুদ্ধি সম্পন্ন। যাদের IQ মান ১৪০ এর উপরে তাদের বলা হয় জিনিয়াস ।
Mental age means that the questionnaire is made up of certain questions for a particular age and if one answers all the questions correctly then his mental age will be the same.realy beautifull writing