বাস্তবতা

0 16
Avatar for Humaira
4 years ago

♦♦অন্যের জন্য কখনও নিজেকে পরিবর্তন ♦♦♦করতে যাবেন না,,,

বরং,,,নিজেকে পরিবর্তন করবেন একমাত্র নিজের জন্য,,,এবং নিজের পরিবারের জন্য!-----------------

তো চলুন কিছু শুরু করি---------

🌹🌹..মানুষ জাতি খুবই অদ্ভুত,,, আপনি কাউকে বেশি কেয়ার করলে সে আর আপনাকে দাম দিবে না! কারন মানুষ ফ্রি পাওয়া কোন জিনিসকে কখনও পাত্তা দেয় না।

🌹🌹..যখন দেখবেন রাস্তার পাশে বসে কোনো ডক্টর ফ্রিতে ঔষধ দিচ্ছে তখন বেশিরভাগ লোকই সেটা নেবে না ভুল মনে করে,,,

কিন্তুু ওই একই ওষুধ যখন টাকা দিয়ে ডক্টর দেখানোর পর সে লিখবে তখন দেখবেন খুব যত্ন করে খাবে,,,

কারন ওটা টাকা দিয়ে কেনা,,,আর তখন সেটাকে অনেক মূল্য দিবে...!!

৩..🌹🌹. আপনি অন্যকে ততোটুকই মূল্যায়ন করুন যতোটুকু মূল্যায়ন সে আপনাকে করে,,,!!

তা না হলে কষ্টটা আপনাকেই বেশি পেতে হবে,,,!!

🌹🌹..কখনওই অন্যর কাছে নিজের হতাশা,,,দুর্বলতা,, অপূর্ণতা,,, ব্যর্থতাগুলোকে প্রকাশ করতে যাবেন না,,,!

কারন কাছের মানুষ এগুলোর সুযোগ নিয়ে আপনাকে প্রতিনিয়ত আঘাত করবে।

🌹🌹..ভালোবাসার মানুষ কে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে এটা সম্পূর্ণ ভুল ধারনা,,, কারণ,,, যে আপনাকে ভালোবাসে তাকে আপনি কেয়ার না করলেও সে দিন শেষে আপনারই থাকবে!

কিন্তুু যে আপনার না বা আপনাকে ভালোবাসে না তাকে আপনি হাজার কেয়ার করলেও দিন শেষে আপনাকে বোকা বানিয়ে চলে যাবে।এটাই বাস্তবতা!!--

🌹🌹..আপনি তাকে ততোটুকুই ভালোবাসুন যতোটুকু ভালোবাসলে সে চলে গেলও আপনি নিজেকে সামলে নিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন,,!!

মনে রাখবেন,,, অন্ধকারে নিজের ছায়াও নিজের সাথে থাকে না,,, আর অন্য কেউ তো দূরের কথা!!

🌹🌹.নিজের ব্যক্তিত্ব সব সময় ধরে রাখার চেষ্টা করবেন,,, কারণ,,,মনে রাখবেন,, ব্যক্তিত্বহিন ব্যক্তিকে ঠকানো খুবই সহজ!!--

তাই কখনও অন্যর কাছে নিজেকে সস্তা তৈরি করবেন না,,,সবসময় কেয়ারফুল থাকবেন!--

🌹🌹...লোকে কিভাবে ভালো থাকবে বা কিসে তার ভালো লাগবে সেগুলোর পিছনে না ছুটে,,আপনি আপনার ভালো লাগার পিছনে ছুটেন,,,নিজের প্রতি যত্নশীল হোন,,,!

নিজেকে সবসময় বেশি বেশি সময় দিন,,,তাহলে দেখবেন দিনশেষে আপনাকে কেউ ঠকাতে পারবে না,,,

আপনি অনেক খুশীতেই আছেন!-----

5
$ 0.00
Sponsors of Humaira
empty
empty
empty

Comments