টাকা

3 19
Avatar for Hridoy1234
4 years ago

এ পৃথিবী টাকার গোলাম। টাকা ছাড়া পৃথিবীতে এক কদমও অগ্রসর হওয়া যায়না। যেখানেই যাবেন সেখানেই টাকার প্রয়োজন। টাকা থাকলে আপনি সম্মান পাবেন না থাকলে আপনি পাবেন না এটাই আমাদের সমাজের বর্তমান নীতি। আর এটাই কি জীবন। যার টাকা আছে সে সে আরো অনেক টাকার মালিক হতে চাই। কিন্তু সে গরিবের দিকে একটু তাকাবে না। গরিবের জন্য কিছু উৎসর্গ করবে না। আমি নিজে মাঝেমধ্যে ভাবি সামান্য একটু কাগজের এত মূল্য। টাকা দিয়ে বর্তমানে সবকিছুই করা সম্ভব। বর্তমান সমাজে যত বড় বড় দুর্নীতি হয় তা সবই টাকার জন্য। আর টাকার লোভ মানুষকে মানুষ থেকে পশুতে পরিণত করে দিচ্ছে। যার ফলে আমাদের ভিতরে হিতাহিত জ্ঞান আর থাকছে না। এখন আমরা ভাবি অন্যকে বাঁশ দিয়ে আমরা নিজে কিভাবে বড়। সবাই যদি এভাবেই ভাবতে থাকে তাহলে একদিন বাঁশ দেয়ার লোকই আর খুঁজে পাওয়া যাবে না।আর বর্তমানে সরকারি চাকরি করতে গেলে টাকা ছাড়া চাকরি পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আর এসবের পেছনে হাত সরকারি কর্মচারীদের বেশিরভাগ থাকে। সরকার তাদের বেতন দিবে তবুও তারা গরিবের জন্য একটু দোয়া করবে না।

বর্তমানে যারা মানুষের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ তারাও টাকা ছাড়া দয়া করে না।আমরা যদি একটু বড় বড় শহরের দিকে তাকায় তাহলেই বুঝতে পারবো। বর্তমানে সোসিয়াল মিডিয়ার দিকে তাকালেই বুঝতে পারব টাকার অভাবে কত মানুষই না মারা যাচ্ছে। টাকার কারনে স্বজনপ্রীতি ও নষ্ট হয়ে যাচ্ছে। জানিনা কবে সামান্য টাকার মালিক হতে পারবো।

9
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments

টাকা ছাড়া জীবন অসম্ভব। একমুহূর্ত টাকা ছাড়া চলাফেরা করা যায়না। বেঁচে থাকার তাগিদে এটার প্রয়োজন ব্যাপক। এটা সকলেরই আছে কারো কম কাছে কারো বেশি আছে।

$ 0.00
4 years ago

Money is everything...money sara amrabachte parbo na..amadr sob kisutei money proyojon. Tnx

$ 0.00
4 years ago

তাতো ভাই ঠিক টাকা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারিনা।

$ 0.00
4 years ago