সংশয় মানুষকে শেষ করে দিতে পারে। সংশয়ের ফলে মানুষ স্বাভাবিক জীবন যপন করতে পারে না। সমাজে এক শ্রেণীর লোক আছে যারা শুধু পরনিন্দা করে এদেরকে নিন্দুক বলা হয়। এরা মানুষের মনে সংশয় তৈরি করে ফলে মানুষ ভালো কাজের সময় ব্যর্থ হয়। আর নিন্দুকরা পরনিন্দা ছাড়া কিছুই করতে পারে না আপনাকে ভুল শুধরানোর সময় পর্যন্ত দিবে না। কিন্তু এদের দিকে কান দিয়ে কিছু করলে আমরা জীবনে সফল হতে পারব না। এরা কোনদিনও ভালো হবে না এরা কাজ শুধুই পরনিন্দাকরা। আমার জীবনে অনেকবার সংশয়ের মধ্যে পড়েছি। আর এর মূল কারণ হলো নিন্দুকরা। কিন্তু এদের থেকে বর্তমানে আমি এড়িয়ে চলি। নিজের মনের ভিতর সংশয় তৈরি করার কোন জায়গা রাখি না। আপনার জীবনেও এমনটা হতে পারে আপনিও সংশয়ে পড়তে পারেন। আর এর থেকে বেরোনোর একমাত্র উপায় নিন্দুকদের এড়িয়ে চলা। তা না হলে আপনাকে এরা পাগল বানিয়ে দেবে। এবং আপনি আত্মহত্যার পথ ও বেছে নিতে পারেন। আপনারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এমন বিষয় অনেক দেখেছেন। বর্তমানে আমাদের দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম হয়ে গেছে। মানুষের ভালো বিষয় কখনো চিন্তা করিনা। শুধুই মানুষকে কিভাবে ক্ষতি করবো এটাই ভাবি। যার ফলে আমাদের সমাজ অধঃপতনের দিকে চলে যাচ্ছে। আর এইসব থেকে রোধ পাওয়ার একমাত্র উপায় হল আমাদের বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে। যাতে আমরা বাস্তব সম্পর্কে জানতে পারি। এবং পরনিন্দা করার সময় নিজের মনের ভিতর একটু অনুশোচনা জায়গাটা তৈরি করতে পারি।
তবে নিন্দুকের ভালো একটি বৈশিষ্ট্য রয়েছে এরা আপনার ভুল ধরে দেবে এবং খারাপ দিক হতে বিরত রাখবে। আর আপনাকে কে কি বলল এটা ভাবলে চলবে না। আর আপনি এখন প্রাপ্তবয়স্ক হয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা আপনার আছে। তাই কারো কথায় আপনি সংশয়ের এর ভেতর পড়বেন না।
আমি আপনাকে সাবস্ক্রাইব করছি আপনি আমাকে সাবস্ক্রাইব করেন