ওই কিন্তু ভাই জীবন থেকে গেছে গা। আমি মনে করেন এখন ঠিক আছি। প্যারা নিলেই ভাই প্যারা ,প্যারা না নিলে কোন প্যারা নাই। জীবনের জন্য এখন সব প্যারা বাদ দিয়ে দিয়েছি মালের প্যারা ও নাই গার্লফ্রেন্ডের প্যারাও নাই। ওর জন্য ভাই জীবনে অনেক প্যারা নিছি। কিন্তু ও আমাকে কোনদিনও বুঝলোনা। ও যদি আমাকে ভুলে ভালো থাকতে পারে তাহলে সেটাই ভালো । আরো চলে যাওয়ার পর থেকে আমি এখন অনেক স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারি। ও থাকাকালীন সময়ে কত প্যারায় না ছিল। আজ এখানে কাল ওখানে । সে থাকাকালীন সময়ে লাইফটা যেমন প্যারার ছিল ঠিক তেমনি আনন্দের ছিল। যাই হোক সে তো এখন গেছেগা। সে আনন্দের কথা বলা না বলা পুরোটাই সমান। আর বর্তমানে করণা ভাইরাসের কারণে বাড়িতে বসে থাকা সেটা অন্য রকম প্যারা। শালা সময় যেন কাটতেই চায় না। কবে যে এই প্যারা হতে মুক্ত হতে পারব। আর এই সময়ে এই প্যারাটা সবথেকে বড় একটা প্যারা। সারাদিন বাড়িতে বসে শুয়ে থাকা। আর মোটেও ভালো লাগে না। ঈশ্বর যে কবে আমাদেরকে এই প্যারা হতে মুক্তি দেবে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই প্যারার ভিতর যাবেন না প্যারা নিলেই প্যারা না নিলে কোন প্যারা নাই।
আমার আর্টিকেল লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা করবেন। আর কমেন্ট বক্সে আপনার অনুভূতি প্রকাশ করবেন।সব সময় আমাকে সাপোর্ট করবেন আমি ও আপনাদের কে সবসময় সাপোর্ট।
akdom thik jibontai akta pera