সমাজে এক শ্রেণীর লোক আছে যাদের কাজ হল পরনিন্দা করা। এককথায় তাদেরকে নিন্দুক বলে। এদের কাজ হলো পরনিন্দা করা। পরনিন্দা ছাড়া ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না।আপনি কোনটা ভালো কাজ করলেন কোনটা খারাপ কাজ করলেন সেটা তারা দেখবে না।ভালো কাজ করলেও আপনাকে নিন্দা করবে আবার খারাপ কাজ করলেও আপনাকে নিয়ে নিন্দা করবে। আসলে এরা চাই কি। এদের জন্য সমাজটা অধঃপতনে চলে গিয়েছে। এদেরকে আমি ঘৃণা করি। এরা কি কোনদিনও এদের নিজের ভুল শুধরাবেনা।এরা কিছু বুঝবে না শুধু হঠাৎ হঠাৎ করে এমন কথা বলবে যে মাথা গরম হয়ে যায়। আর তারা সারাদিন শুধু পরনিন্দা করবে আবার নিজের যদি একটু ক্ষতি হয় তাহলে এমন ভাব করবে যেন মনে হয় সে ধোয়া তুলসী পাতা। আর এটা দেখার পর কেমন লাগে সেটা তো বুঝতেই পারছেন। এরা কোন মানুষের ভিতরে পরে না। এরা মানুষ রুপে একটা জানোয়ার। আপনি যে ভুল শোধরাবেন তাও পারবেন না। আপনাকে সেই সময়টুকু দেওয়া হবে না। এদের থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে না হলে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। এমনকি এদের কথা ভাবতে ভাবতে আপনি পাগল হয়ে যেতে পারেন। আমাদের মনকে শক্ত করতে হবে তাহলে আমরা এদের থেকে পরিত্রান পেতে পারি।
এরা যদি কার্যক্রম এমন ভাবে চালিয়ে যেতে থাকে তাহলে সমাজ তথা পুরো পৃথিবীটাই পাল্টে যাবে।
এমন ধরণের লোক আমার কাছে জঞ্জাল মনে হয়। এদেরকে যদি পৃথিবীতে ফরমেট দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। এদের জন্য সমাজের স্বাভাবিক জীবনযাপন করা যাবে না।