আমাদের মন-মানসিকতা এতটাই নিচু হয়ে গিয়েছে তা ভাষায় বলে বোঝানোর মত নয়।আপনি কাজ করে উপার্জন করবেন তবুও সেটা মানুষের সহ্য হবে না। আমি কেমন ইনকাম করলাম কেমন কাজ করি সব সময় আমাকে নিয়েই তার ওঠাবসা। সে কোন কাজ কাম না করে পরকে নিয়ে শুধুই এটা করে। আসলে তার দাড়াও কিন্তু কাজ সম্ভব। কিন্তু সে কাজ না করে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। আর এমনটা যদি হয় তাহলে তো টাকা উপার্জন করা কখনও সম্ভব নয় । আমরা সকলে একটা গান শুনেছি, আমি কারো হলে তোমার কেন জ্বলেরে বন্ধু তোমার কেন জ্বলে।ঠিক আমাদের ক্ষেত্রে তার উল্টোটা হলো আমি কাজ করলে তোমার কেন ফাটেরে বন্ধু তোমার কেন ফাটে। ভাই এই ধরনের দৃষ্টিভঙ্গি যার আছে সে পরিবর্তন করে ফেলেন। কাজ না করলে আপনি কখনোই ভালো পয়েন্ট পাবেন না এবং ভালো উপার্জন করতে পারবেন না। আশাকরি আপনার মাথায় কথাটা ভালোভাবে ঢুকবে।
আমার এই কথার ভিতরে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিয়েন। আর অবশ্যই আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আশা করি।
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।পরিশ্রম ছাড়া কোন কিছু উপার্জন সম্ভব নয়।