জীবকে সেবা করাই পৃথিবীতে সবথেকে পরম ধর্ম। কারণ সকল জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে নিহিত থাকে। তাই জীবকে ভালবাসলে ঈশ্বর কেউ ভালোবাসা হয়। জীবের প্রতি ভালোবাসা প্রদর্শন স্রষ্টার প্রতি গভীর ভালবাসার নিদর্শন এটাই বাস্তব। জীব কে সেবা না করলে আমরা কখনই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবোনা। কিন্তু আমরা কখনও কি জীব কে ভালোবাসি। আমাদের কথা আমরাই একটু চিন্তা করি যে আমাদের বাড়িতে সামান্য একটা কুকুর আসলে তাকে আমরা খেতে না দিয়ে বরঞ্চ তাড়িয়ে দিই। আমাদের যেমন পেটে আছে তাদেরও ঠিক আছে। পেটের দায়ে যত দুর্নীতি অহংকারী। এই যে আমাদের বাসা বাড়িতে ইঁদুর বিড়াল কত কিছুই না থাকে শুধু শুধু আমরা তাদেরকে নির্বিচারে হত্যা করি এটা আমাদের কাম্য নয়। সব ঈশ্বরের সৃষ্টি কিন্তু কেন আমরা ঈশ্বরের সৃষ্টি কে এই ভাবে আঘাত করব। আমাদের এটা হতে বিরত থাকতে হবে। তা না হলে আমরা এতটাই পাপী হয়ে যাবো যে জাহান্নামে আমাদের ঠাঁই হবে না। আমাদের এই জগত সংসারে অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে কারণ আমরা সৃষ্টির সেরা জীব। আর দায়িত্ব-কর্তব্য টা হল সকল জীবকে ভালোবাসা। আর এই দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে আমরা ঈশ্বরের সন্তুষ্ট লাভ করতে পারি।জীবকে সেবা করলে ঈশ্বরের সেবা করা হয় আর জীবসেবা বাদ দিয়ে স্রষ্টর সেবা করতে গেলে তিনি সন্তুষ্ট কখনোই হয় না। আশা করি আমরা আপনারা সকলেই এই বিষয়ে সচেষ্ট থাকব।
জীবের সেবার মধ্য দিয়ে স্রষ্টার অনুকম্পা লাভের সচেষ্ট থাকা উচিত।
Nice