বইমেলা হল পাঠক ও লেখকদের আশা সুখের উৎস। আজকাল বইমেলার জনপ্রিয়তা বর্ণনার অতীত।প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমীর এর অঙ্গনে দেশের বৃহত্তর বইমেলা আয়োজন করে। বিভিন্ন প্রকাশনীর তাদের দোকান স্থাপন করে। সকল প্রকার বই যেমন রচনা, নাটক ,শিশুতোষ বই গুলো এখানে প্রদর্শন করা হয়। বইমেলা আমাদের প্রত্যাহিক জীবনে বইয়ের জনপ্রিয়তাকে স্মরণ করিয়ে দেয়। বই আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে এবং আমাদের জ্ঞানকে বিস্তৃত করে। বিখ্যাত লেখক চিত্রশিল্পী এবং বিজ্ঞানীগণ সেখানে জড়ো হন।এভাবে বইমেলার স্থানটি সবক্ষেত্রেই গুরুত্বপূর্ণ স্থান হয়ে দাঁড়ায়।এটি আমাদের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে লোকজনের সচেতনতা বৃদ্ধি করে।
আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।
বইমেলাতে যেতে আমার খুব ভালো লাগে। প্রতিবছর একুশে বইমেলা তে আমি যাবোই যাবো। সেখান থেকে ভালোলাগার বই গুলো কিনে আনি। বই পড়তে আমার অনেক ভালো লাগে।