Poem

0 20
Avatar for Hridoy123
4 years ago

চাঁদের আঙন।

আসুক যতোই ঝড় তুফান

মানবো না কোন বাধা আর,

রাখবো তোমায় বুকের মাঝে

সারাটি জীবন ভর।।

প্রাণের রথে সাজিয়েছি ফুল

সুরের আকাশ ভরে,

ছড়িয়ে দেবো রক্ত গোলাপ

তোমার মনের মত করে।

সকল মাধুরী লুটিয়ে যাবো

গেঁথেছি ফুলের হার।।

মাধবী পুর্ণিমায় উঠেছে চাঁদ

মিটি মিটি জ্বলে,

শুভ্র আলো ঐ মুখে

রেখনো মেঘের ভালে।

সুগন্ধে ভুবন ভরো

মুক্তা হাসি যে তোমার।।

তুমি আমার হৃদয় আয়না

প্রাণ সাগরে নদীর মোহনা,

আকাশে বাতাসে

সুমধুর সুবাসে

সুগন্ধে ভরে ভুবন।

তোমার আলোয় আমার আকাশ

স্নিগ্ধতায় করছে হুতাস

তুমি প্রদীপের মত

জ্বলো শারাক্ষণ।

তোমার বুকে মাথা রেখে

মরতে পারি মনের সুখে

অচিন ভুবনে বাঁধবো বাসা

হবে চাঁদের আঙন

দিয়ো তোমার প্রেমের ভার।।

2
$ 0.00

Comments