সালাতুল হাজত

0 21
Avatar for Hossain628
4 years ago

ছালাতুল হাজাত

হাদীসে বর্ণিত আছে, যখন কাহারও কোন প্রয়োজন দেখা দেয়, উহা দীনি প্রয়োজন হউক বা দুনিয়াবী; উহার সম্পর্ক আল্লাহ পাকের সাথে হউক বা কোন মানুষের সাথে হউক- তাঁহার উচিত যেন সে খুব ভাল করিয়া ওযু করে অতঃপর দুই রাকআত নামায পড়ে। তারপর আল্লাহ তায়ালার হামদ ও ছানা পাঠ করে এবং দুরুদ শরীফ পড়ে। অতঃপর নিম্নবর্ণিত দোয়া করে-

ইনশাআল্লাহ তাহার প্রয়োজন নিশ্চয়ই পূরা হইবে। দোয়া এই-

ওয়াহব ইবনে মুনাব্বেহ (রহঃ) বলেন, আল্লাহ তায়ালার নিকট নিজের প্রয়োজন নামাযের মাধ্যমে চাওয়াই নিয়ম। পূর্ববর্তী লোকগণের যখন কোন সমস্যা দেখা দিত, তখন তাহারা নামাযের দিকেই মনোনিবেশ করিতেন। যাহারই উপর কোন মুসীবত আসিত, তৎক্ষণাৎ নামাযের দিকে রুজূ হইতেন।

1
$ 0.00
Avatar for Hossain628
4 years ago

Comments