প্রশ্ন এবং উত্তর

0 21
Avatar for Hossain628
4 years ago

@Mst Shahanaz Bint Faruq

assalamu alaikum..

goru cagoler vuri poriskar korte giye jodi,oi moila dress a halka lege jai tahole sei dress ki napak hoye jabe???

*****উত্তরঃ-******

অ আলাইকুম সালাম।

💐মুহতারামা, গরুর গোবর নাপাক। তাই ভুড়ি পরিস্কারের সময় উক্ত নাপাকি কাপড়ে লেগে গেলে যে জায়গায় লাগবে সেখানে তিনবার বা একবার ভালোভাবে ধৌত করলেই উক্ত কাপড় পাক হয়ে যাবে। অন্যথায় উক্ত কাপড় দ্বারা নামাজ পড়া অনুচিত হবে। এবং এরকমটি করা বৈধ হবেনা।

🌿🌿🌿

রেফারেন্সঃ

🌿🌿🌿

🍁বেহেশতি জেওর, উর্দূ ২/৭৭,

🍁মালা-বুদ্দা মিনহু,

🍁হেদায়াঃ ১/৩৬,

🍁বুখারী, হাদীস নং ১৫৬,

________________

আশাকরি বুঝবেন।

4
$ 0.00

Comments