💎নারী_তোমার_জন্য_আজকের_এই_ পোস্ট।🤔
-
👉 কবর থেকে যদি চিঠি লিখার নিয়ম থাকতো
তাহলে একটি মেয়ে এইভাবে লিখতো🔯
-
🗣 কবরে অনেক কষ্ট পাচ্ছি আব্বু,,,😥
🗣 যদি অশ্লীল টাইট বোরকা কিনে না দিয়ে কালো কাপড়ের ঢিলা বোরকা,, হিজাব কিনে দিতে কতইনা সুখে থাকতাম আজ এই কবরে।🛐
-
👉🗣 বাবা তুমি আমাকে দুনিয়ার সুখের জন্য কলেজ,
বিশ্ববিদ্যালয়ে অনেক টাকা খরচ করেছো❓
আপসোস!!! আখিরাতের সুখের জন্য মাদ্রাসায় মক্তবে আমার জন্য এক টাকাও খরচ করলে না।😥
-
👉🗣 বাবা আমার ছোটবেলার খারাপ ইচ্ছাগুলি কেনো তুমি পূরণ করলে? তুমি যদি আমার খারাপ ইচ্ছাগুলি পূরণ করতে বাধা দিতে, আমি আজ কবরে হয়তো অনেক সুখেই থাকতাম।🙄
-
👉🗣 আজ বুজছি বাবা তুমি আমাকে ভালবাসতে না,
যদি ভালবাসতে আজ কবরে আমাকে এতো বড় শাস্তির সম্মুখীন করতে না।🎳🎳
-
👉🗣 আমার খারাপ ইচ্ছাগুলি পূরণ করতে গিয়ে আমাকেই জাহান্নামের হকদার করে দিলে বাবা।
তোমাকে আমি ক্ষমা করব না,,,🙅🙅🙅
-
👉🗣 বাবা তুমি অনেক সার্থপর, টাকার লোভে আমাকে একটা অসৎ পয়সাওয়ালা ছেলের কাছে বিয়ে দিলে।🤔
সেও আমাকে কিছু সেখাইনি, আমাকে বেপর্দা হতে বাধা দেয়নি।😭😭
-
👉🗣 বাবা যদি তুমি একটি দ্বীনি- সৎ ছেলের সাথে বিয়ে দিতে কত কিছুইনা শিখে কবরে আসতাম।🙄
তোমার কারনে আজ আমি কবরে এতো কষ্ট পাচ্ছি।
তোমায় আমি কক্ষনো মাফ করব না বাবা।😭😭🙅🙅
-
বিঃদ্রঃ- উল্লেখিত কথা গুলি সত্যি, আমরা আমাদের অন্তরদৃষ্টি হারিয়ে ফেলেছি বিধায় উপলব্ধি করতে পারছি না।
না জানি কবরে হয়তো হাজারো শাস্তিরত বেপর্দানারীরা এই কথাগুলো তাদের পিতামাতাকে বলছে,,,,,❓
☝☝হে আল্লাহ!🤲🤲
পৃথিবীর প্রত্যেকটি নারী,,, মা- বোন কে,,,দ্বীনি,,, শিক্ষা আর সঠিক ভাবে পর্দা করার তৌফিক দিন,,,
আমিন.....
Allah amader sothik bojh dan koron....amin