হযরত লোকমান আ. এর নছিহত

2 9
Avatar for Hossain628
4 years ago

হজরত লোকমানের নছিহত

"হে বৎস! নামাজ পড়তে থাক। সত্কাজের আদেশ কর। অসৎকাজে বাধা দাও এবং তোমার উপর যে বিপদ আসবে তাতে ধৈর্যধারন কর।নিশ্চয় তা বড় সৎ সাহসের কাজ।" ( আল কোরআন )

এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। প্রকৃতপক্ষে এগুলিই যাবতীয় কামিয়াবির চাবিকাঠি। কিন্তু আমরা ঐগুলিকে উপেক্ষা করে চলছি। সৎকাজের আদেশতো প্রায় সকলে ছেড়ে দিয়েছে। ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ন এবাদত হইল নামাজ। এই নামাজের প্রতিই আমাদের চরম অবহেলা। যারা নামাজি তাদের কথা বাদ দিয়া সয়ং নামাজিদের অবস্থা এই যে, নামাজের প্রতি তাদের সঠিক মনোযোগ নাই, বিশেষত: একামতে সালাতের দ্বারা যে জামাতের দিকে ইঙ্গিত করা হয়েছে, তা একমাত্র গরিবের কাজই রয়ে গেছে। ধনী ও সম্মানী ব্যক্তিদের জন্য মসজিদে যাওয়া একটি লজ্জার ব্যপারে পরিনত হয়েছে। সব অভিযোগ আল্লাহর দরবারে।

যা তোমার জন্য লজ্জার বিষয় তা ই আমার জন্য গৌরবের বস্তু।

7
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments

জিবন কে সুন্দর করে গড়ে তুলতে হলে পাচ ওয়াক্ত নামাজের বিকপ্ল নেই,,

$ 0.00
4 years ago

জ্বী বোন

$ 0.00
4 years ago