চাহিদার মাপকাঠি

0 8
Avatar for Hossain
3 years ago

মানুষের জীবনে চাহিদার কোন শেষ নেই। আজ যা আছে তাতে আমরা সন্তুষ্ট থাকি না।আমাদের চলার পথে অনেক কিছুই প্রয়োজন,এমন অনেক চাহিদ আছে যেগুলো আমাদের আয়ত্বের বাহিরে।

আমাদের প্রয়োজন সেইসব চাহিদাগুলো এড়িয়ে চলা কেননা আমরা চাইলেও তা পূরন করতে পারবো না।আমাদের সাধ্যের ভিতরে যতটুকু তা আমরা চেষ্টা করলেই পেয়ে যাবো।

আমরা কষ্টে থাকি কেনো যানেন? কারন আমাদের মাত্রাধিক চাহিদা থাকে যেগুলো আমরা পাওয়ার আশা করি কিন্তু তা পূরন করতে পারি না।আর তখনি ধীরে ধীরে কষ্টের মাত্রা বাড়তে থাকে।

পৃথিবী অনেক বড়।আমরা সবকিছু আমাদের জন্য নিতে পারবো না।আমাদের প্রাপ্য যতটুকু ততটুকুই পাবো এর বেশী কিছু আশা করা মানে আপনার চাহিদার ত্রুটি।

আমি যখন ছোট ছিলাম তখন সারাদিন কাটতো খেলার মাঠে।বিকেল হলে বাসায় ঘুমাতাম আর সন্ধ্যা হলে পড়তে বসতাম।বড় হওয়াটা ছিলো এইভাবেই।চাহিদা কি অভাব কি সেইদিক গুলা তেমন খেয়াল করি নি।

এখনকার সময়ে মানুষের বয়সের চাইতে তার চাহিদার মাপ অনেক বিশাল। কেননা ছোটবেলা থেকেই আমরা ছোট বাচ্চাদের এই শিক্ষাই দিয়ে আসছি।

আপনি যাই করেন যত টাকাই ইনকাম করেন আপনার চাহিদা থাকতে হবে আপনার আয়ের ৩ ভাগের ১ ভাগ।এতে করে আপনার চাহিদা পূরন হবে,আপনার পরিবারে অভাব থাকবে না এবং সঞ্চয় ও থাকবে।

পরিশেষে একটি কথাই বলবো-

আপনার চাহিদা যত নিমিত্তে থাকবে আপনি ঠিক ততটাই সুখী।

ভালো থাকুক পৃথিবী,ভালো থাকুক পৃথিবীর সব মানুষ

2
$ 0.10
$ 0.05 from @TheRandomRewarder
+ 1
Sponsors of Hossain
empty
empty
empty

Comments