আল্লাহ তায়ালার হেকমতের প্রতি গভীর দৃষ্টিপাত করলে বুঝা যাইবে যে পবিত্র শরীয়তের মধ্যে প্রত্যেক জিনিসের একটা শৃঙ্খলা রহিয়াছে নামাজের সময় বণ্টনে পরিষ্কার ইঙ্গিত রয়েছে যে দিবা-রাত্রি 24 ঘণ্টার মধ্যে অর্ধেক সময় বান্দার হক যাহাকে সে স্বীয় আরাম-আয়েশে ও ব্যয় করতে পারে অথবা জীবিকা অর্জন করতে পারে এবং অর্ধেক আল্লাহর হক এমতাবস্থায় তোমাদের মত অনুসারে দিন ও দুনিয়া কে যখন সমপর্যায়ে রাখা হইয়াছে তখন দিবারাত্রির অর্ধেক সময় 3 এর কাজ ও বাকি অর্ধেক দুনিয়ার কাজে ব্যয় করা উচিত নতুবা দুনিয়ার ঝামেলায় যদি অর্ধেকের বেশি সময় ব্যয় হয় তবে নিশ্চয়ই বুঝিতে হইবে যে দুনিয়াতে আখেরাতের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে সুতরাং তোমাদের প্রস্তাব অনুযায়ী বিচারের কথা হইলো এই যে রাত দিন 24 ঘন্টার মধ্যে দিনের জন্য ও 12 ঘন্টা দুনিয়ার জন্য ব্যয় করা হোক তবেইতো দিন ও দুনিয়া উভয়ের হক আদায় হবে এবং বলা যাইবে যে ইসলামে বৈরাগ্য নাই
3
19
Nice