কাবুলি চানা চিকেন

7 15
Avatar for Hiyamoni123
3 years ago

আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম।আশা করছি সবার অনেক ভালো লাগবে।আর চিকেন তো সবারই পছন্দের খাবার।

উপকরণঃ

-এক বাটি সেদ্ধ করা কাবুলি চানা

-মুরগির মাংস ৫০০ গ্রাম

-গোটা গরম মসলা ১ চামচ

-তেজপাতা ২ টা

-ধনে পাতা

-ধনে পাতা গুড়া ১ চা চামুচ

-আদা বাটা ১ চা চামুচ

-রসুন বাটা ১ চা

-চিনি স্বাদমতো

-পেয়াজ কুচি আধা বাটি

রন্ধন প্রণালিঃ

-গরম তেলের কড়াইয়ে গরম মসলা,পেয়াজ কুচি দিয়ে দিতে হবে।

-পেয়াজ গাঢ়ো রং ধারণ করার পর টমেটো,ধনে পাতা,আদা বাটা,রসুন বাটা,হলুদ,গুড়ো মরিচ, ধনে গুড়ো,সামান্য চিনি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিতে হবে।

-তারপর কষানো মষলার ভিতরে মুরগির মাংসগুলোকে দিয়ে, স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

-তেল ছেরে দিলে সেদ্ধ করা কাবুলি চানা আর একটু পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে।

-সেদ্ধ হয়ে এলে বাটিতে ঢেলে ধনে পাতা ছিটিয়ে পরিবেশণ করুন মজাদার কাবুলি চানা চিকেন।

সুন্দর মজাদার একটা খাবার।

6
$ 0.13
$ 0.13 from @TheRandomRewarder
Sponsors of Hiyamoni123
empty
empty
empty

Comments

অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে আপনি শেয়ার করলেন।এই রেসিপি টি আমি পারতাম না।আশাকরি এখন পারবো।

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপু, আপনি যে সারা দিয়েছেন, ভালো লাগছে।রান্না করে খাবেন আপু অবশ্যই ভালো লাগবে খেতে।

$ 0.00
3 years ago

নতুন একটা রেসিপি শিখতে পারলাম। রেসিপি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু একটা খাবার এটি। বাসায় এই রেসিপিটি বানানোর চেষ্টা করবো অবশ্যই।

$ 0.00
3 years ago

অবশ্যই চেষ্টা করবেন বানানোর জন্য।অনেক সুস্বাদু খেতে।ভালো লাগবে খেতে।

$ 0.00
3 years ago

হুম আমারও সেটাই মনে হচ্ছে যে খেতে অনেক ভালো লাগবে। আর বাসায় আমি এটা কিছুদিনের মধ্যেই বানাবো৷

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপু।

$ 0.00
3 years ago

তোমাকেও অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর রেসিপি দেওয়ার জন্য।

$ 0.00
3 years ago