আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা সবাই??অনেকদিন পরে আবার ফিরে আসলাম আমার প্রথম পছন্দের ভালোবাসার জায়গায়। আজকে হঠাৎ আমার সেই ছোটবেলার পুতুল খেলার কথা মনে পড়েছে আর তার সাথে জড়িত মৃৎশিল্প।তাই ভাবলাম আজকে তাইলে মৃৎশিল্প নিয়েই কিছু লিখি।
আমরা সবাই জানি মৃৎশিল্প কি।কমবেশি সবাই আমরা মৃৎশিল্পের সাথে পরিচিত।আমাদের সকলেরই কিছুনা কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে এই মৃৎশিল্পের সাথে।
আমরা জানি,"মাটি দিয়ে তৈরি শিল্পই মৃৎশিল্প নামে পরিচিত "।ছোটবেলা থেকেই আমাদের প্রথম খেলার সাথি হয়ে ওঠে এসব মৃৎশিল্প।আমাদের প্রথম খেলার সংসার এর প্রথম বর -বউ নিয়ে আসি আমরা মাটির পুতুল।তারপর মাটির হাড়ি-পাতিল দিয়ে তাদের নতুন সংসার এর সূচনা করিয়ে দেয়।গাছ-লতা পাতা দিয়ে হয় নতুন সংসার এর রান্না।সবাইকে আবার সেসব রান্না ডেকে ডেকে খাওয়ানো হয়।
হাহাহাহা।।। এখন এসব কথা মনে পরলে হাসি পায় প্রচুর।আমরা সাজতাম বিয়াই-বিয়ান।
আবার সেই সময় অনেক কম টাকা দিত আমাদের মিঠাই খাওয়ার জন্য।সেখান থেকে টাকা বঁাচিয়ে জমাতাম। এখন কথা হইলো কোথায় জমাবো সেই টাকা?বাবার কাছ থেকে মেলা থেকে কিনে নিতাম মাটির ব্যাংক।সেই মাটির ব্যাংকে জমাতাম আমাদের টাকা।
আরও কত মধুর স্মৃতিই না রয়েছে এই মৃৎশিল্পের সাথে আমাদের।কিন্তুু যুগের পরিপ্রেক্ষিতে আমাদের এই শিল্প আজকে বিলুপ্তের পথে।মাটির জায়গা নিয়ে নিচ্ছে প্লাস্টিক।মৃৎশিল্পীরা আর তাদের পর্যাপ্ত পারিশ্রমিক পায়না।তাই তারা সেই পেশা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে।আর আমরা হারিয়ে ফেলছি আমাদের পুরনো ঐতিহ্য।ডার ফলে আমাদের পরিবেশও জরিয়ে পরছে নানান রকম বিপর্যয়ের মধ্যে।
আজকে এই পর্যন্তই।।।পাশে থাকবেন সবাই আর যে যেখানে আছেন সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।আল্লাহ্ হাফেয।