আম মাংস

9 18
Avatar for Hiyamoni123
3 years ago

আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম।আম মাংস অনেকেই খেতে পছন্দ করবে।

উপকরণঃ

-খাসি/ গরুর মাংস

  • টক দই

  • ঘি

  • কাচা আম বাটা,আর টুকরো করে কাটা কিছু আম।

  • গরম মসলা

  • আদা, রসুন,জিরা বাটা

  • শুকনো মরিচ সিদ্ধ করে সরিসের তেল দিয়ে বাটা,

  • শুকনো মরিচ গুড়ো

  • হলুদ

  • লবণ

  • চিনি

  • সরিসের তেল।

প্রস্তুত প্রণালিঃ

-প্রথমে মাংসের মধ্যে ফাটানো টক দই,আদা,রসুন,জিরা বাটা,সামান্য লবণ, সরিসের তেল দিয়ে "৬" ঘন্টা মেরিনেট করে রেখে দিতে হবে।

-কড়াইয়ে গরম তেলের উপর গরম মসলা,তেজপাতা,পেয়াজ দিয়ে গাঢ় বেগুনি রং হয়ে এলে বাটা আম,মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিতে হবে।

-তারপর গুড়ো মরিচ,হলুদ দিয়ে ভাল করে

মাংসগুলোকে কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে।

-কষানো হয়ে এলে একটু ঘি দিয়ে দিতে হবে।

-সরিসের তেল দিয়ে বাটা সিদ্ধ গুড়া মরিচ দিয়ে নাড়তে হবে।

-একটু ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে।

এখন কষানো মাংসগুলোকে বাটিতে ঢেলে কেটে রাখা আমদিয়ে পরিবেশণ করুন আম মাংস।

(বি,দ্রঃ সিদ্ধ গুড়া মরিচ বাটা দিলে মাংসের স্বাদ এবং রং রেস্টুরেন্ট এর মতো হয়)

আশা করছি খেতে খুব সুস্বাদু হবে।

8
$ 0.05
$ 0.04 from @TheRandomRewarder
$ 0.01 from @aminul
Sponsors of Hiyamoni123
empty
empty
empty

Comments

আম মাংস এই খাবারের নাম কখনো আমি শুনিনি।তারপরও ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন।জানিনা খেতে কেমন হবে।তবে ট্রাই করব বাসায়।

$ 0.00
3 years ago

জ্বি।বানিয়ে খেয়ে আমাদেরকে জানাবেন কেমন হয়েছিল খেতে।তবে ভালো লাগবে খেতে।

$ 0.00
3 years ago

মাংস কার না ভালো লাগে। সবাই মাংস পছন্দ করে৷ আমাদের দেশে মানুষ বিভিন্নভাবে মাংস রান্না করে থাকে। আমি মাংসের নানারকম রান্না খেয়েছি কিন্তু আম দিয়ে মাংস এটা এই প্রথম বার শুনতেছি।

$ 0.00
3 years ago

জ্বি আপু।হালকা টক লাগবে খেতে কিন্তু বেশ মজাদার লাগবে।

$ 0.00
3 years ago

হুম বেশ অন্যরকম একটা রেসিপি৷ কিন্তু দেখে মনে হচ্ছে খুব মজাদার একটা রেসিপি হবে৷ দেখেই জিভে জল চলে আসতেছে।

$ 0.00
3 years ago

খেতেও ভালো আপু,,,

$ 0.00
3 years ago

হুম আপ্পি, রেসিপি দেখেই সেটা বোঝা যাচ্ছে।

$ 0.00
3 years ago