0
16
যে চুল নারীর সৌন্দর্য
সেই চুল যেন না হই কারো দূর্বলতার কারণ
সমাজে যেভাবে ধর্ষণ হচ্ছে তাতে নিজের বোনকে বাইরে বের হতে দিতে ভয় লাগছে । এই জানোয়ার তুই যে ধর্ষণ করছিস তোর ঘরে কি মা বোন নেই । তোর বোনকে যদি কেউ ধর্ষণ করে তোর কেমন লাগবে রে । আরে তোর খারাপ লাগবে কেন তোর তো বিবেক ই নাই । যদি তোর একটুও বিবেক থাকতো তাহলে এসব কাজ করতে পারতি না । সরকারের কাছে আবেদন জানায় ধর্ষক যে দলের ই হোক না কেন তাকে ফাসি দেওয়া হোক ।
কে কে আমার কথা গুলো support করেন । কমেন্ট করে জানাবেন