ডলার কেনা-বেচা করে ও আপনি ইনকাম করতে পারেন।

2 28
Avatar for Himadri24
3 years ago

ডলার কেনা-বেচা করে ও আপনি ইনকাম করতে পারেন।এটাও একটি লাভজনক সাইড হতে পারে যদি আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারেন।

যেমন: মনেকরেন আপনি কারো কাছ থেকে ২০ ডলার ক্রয় করলেন ১৬০০ টাকা দিয়ে।

এর পর আপনি অন্য কারো কাছে এ ২০ ডলার ১৮০০ টাকা বিক্রি করে দিলেন,

তাহলে আপনি ২০০ টাকা ইনকাম করলেন ঘরে বসে। অথবা আপনি ডলার বা ইউরো ক্রয় করে রাখলেন ।পরবর্তীতে যখন ডলার বা ইউরোর দাম বাড়বে তখন বিক্রি করে দিলেন।এতে করেও আপনি পুঁজি ছাড়াই বা কাজ করা ছাড়াই টাকা ইনকাম করতে পড়ছেন ।

এখন দেখা গেছে যারা অনলাইনে সম্পর্কে একটু বুঝছে তারা ই অনলাইনে ইনকাম করার বিষয়টা জানছে,বা কাজ করছে বিভিন্ন ওয়েবসাইটে ।এরা ডলার সেল করার জন্য লোক খুঁজে।আপনি এই সুযোগটা কাজে লাগান।ওই ডলার আপনি ক্রয় করেন আর ক্রয় করে কি করবেন সেটাতো আগেই আলোচনা করলাম। আর হ্যা আপনি যে কাজ ই করেননা কেনো আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্য নিয়ে কাজ করুন অবশ্যই সফল হবেন।

সচেতনতা: ডলার কিনবেন বিশ্বস্ত মানুষের থাকে। অনেকে আছে আপনি ডলার কিনলেন তাদের টাকা দিলেন। কিন্তু তারা সফটওয়্যার দিয়ে ডলার আবার নিয়ে নিচ্ছে।তো ডলার ও হারালাম আবার আমাদের টাকাও তাদের পকেটে।তাই বিশ্বস্ত লোকের থাকে ডলার ক্রয় করবেন।আবার দেখা যাচ্ছে বিভিন্ন প্রতারক আছে যারা ডলার নিয়ে টাকা দিচ্ছেনা,সমস্ত যোগাযোগ বন্ধ করে দিচ্ছে।এর জন্য অবশ্যই আপনারা সবদান হবেন। কোনো এডমিন ডিল করে ডলার ক্রয় বিক্রয় করবেন তবে এ লাভবান হবেন।

আশা রাখছি একটু হলেও উপক্রিত হবেন।

3
$ 0.00

Comments

Income can be earned by buying and selling dollars, I did not know before . This article is very informative for us . I have got many important information from your article

$ 0.00
3 years ago

Good post bro 👌👌 Good morning 🌞🌞 Kmn asen...Ami like comment korlam apnio korben

$ 0.00
3 years ago