0
28
Written by
Hf-kishorpasha077
Hf-kishorpasha077
4 years ago
ধর্ষণ শুধু একটা শব্দ নয়, অনেক জঘন্য, ঘৃন্য, বর্বরোচিত অপরাধ। সমাজের কিছু অসুস্থ মস্তিষ্কের পুরুষ আছে যারা এই অপকর্মে লিপ্ত হয়।এর জন্যই সমাজের মা, বোন,স্ত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে না। কিছু পুরুষের জন্য গোটা পুরুষ জাতী আজ লজ্জিত।লজ্জিত প্রতিটা বাবা, ভাই, স্বামী 💔 কিছু মানুষ তো এমন আছে যারা আইনের তোয়াক্কা করে না। সমাজ ধর্ষণকে ঘৃণ্যতম অপরাধের চোখে দেখলেও এই অপকর্মে যারা লিপ্ত থাকে তাদের সাস্তি দিতে পারে না। উল্টো ধর্ষণের শিকার মা-বোন এর দুর্ভোগ ডেকে আনে।যেখানে সাহায্যের হাত বারিয়ে দেওয়ার কথা সেখানে অপমান, অপদস্ত করা হয়।😡😡
তাই আমাদের সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত ভাবে এই অপরাধ দমন করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিৎ। রাষ্ট্রের উচিৎ কঠোর আইন প্রনয়ন করে এই অপরাধ দমন করা। তবেই হয়তো সমাজে শান্তি আসবে।