Why does our own recorded voice is very weird to listen

4 16
Avatar for HasibulAzam
3 years ago

There is a wonderful combination of physics and biology hidden in the answer to this question.

When you make a sound, the sound waves generated by the vibrations of the vocal cords hit your eardrums through two separate channels.

One is through the air coming out of the mouth, the other is directly through your body through your vocal cords.

So after the two waves reach your ears, the sum of the vibrations is received by your brain and this is what you "hear". The brain remembers this voice of yours.

But when you record a voice, the device no longer receives the waves piercing your body. He just collects the waves coming through the air. So when you hear a recorded voice, the brain becomes confused because it cannot recognize its real voice and you feel NG. This psychological thing is called voice confrontation in the textbook.

But as you can hear in the recorded voice, that is your real voice. Because people hear that voice with their ears.

ফিজিক্স আর বায়োলজির অপূর্ব এক মেলবন্ধন লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তরে।

আপনি যখন কোন শব্দ করেন, তখন ভোকাল কর্ডের কম্পন থেকে উৎপন্ন শব্দ তরঙ্গ, দুইটি পৃথক মাধ্যমে আপনার কানের পর্দায় আঘাত করে।

একটা হলো মুখ থেকে বের হয়ে বায়ু মাধ্যমে, আরেকটা সরাসরি আপনার ভোকাল কর্ড হয়ে শরীরের ভেতর দিয়ে।

সুতরাং দুইটা তরঙ্গ আপনার কানে পৌছানোর পর কম্পনের যোগফল আপনার ব্রেইন রিসিভ করে এবং এটাই আপনি "শোনেন"। ব্রেইন আপনার এই ভয়েসটাই মনে রাখে।

কিন্তু আপনি যখন ভয়েস রেকর্ড করেন, তখন আপনার শরীর ভেদ করে যাওয়া তরঙ্গতো আর ডিভাইস রিসিভ করে না। সে শুধু বায়ু মাধ্যমে আসা তরঙ্গ সংগ্রহ করে। তাই আপনি যখন রেকর্ডেড ভয়েস শোনেন, তখন ব্রেইন নিজের আসল ভয়েসকে চিনতে পারে না বিধায় কনফিউসড হয়ে যায় এবং আপনার আনইজি ফিল হয়। এই সাইকোলজিকাল জিনিসটাকে পাঠ্য বইয়ে বলে voice confrontation.

কিন্তু রেকর্ডেড ভয়েসে আপনাকে যেমন শোনা যায়, সেটাই কিন্তু আপনার আসল ভয়েস। কারণ মানুষ সেই ভয়েসটাই শোনে যার যার কান দিয়ে।

6
$ 0.00
Avatar for HasibulAzam
3 years ago

Comments

So interesting article dear.. I didn’t know about it... Through your article, I have learned many unknown things.. Tnx for sharing this.. 💝

$ 0.00
3 years ago

Yeah i also feel pretty weird to listen my own voice & feels so bad

$ 0.00
3 years ago

I've heard this experience countless times. To the extent that I record my voice to listen to the weird sound again. I never knew there was this secret behind it. All the air, sound wave thing,,,, I was ignorant about it, but now I know, thanks.

$ 0.00
3 years ago

very informative article dear ,thanks for sharing

$ 0.00
3 years ago