Beetle

4 17
Avatar for HasibulAzam
3 years ago

Insects that walk the path looking at the galaxy

You can see a beetle in the picture. Dung beetles make balls like the picture with dung. There she lays her eggs. At night, they dance on the ball (as in the picture). At that time he took a picture of the Milky Way (in memory). That picture doesn't look at night because the galaxy can be seen at night. He has to take this dung ball in such a way that the road is not wrong and he can go in less time. Because those balls with eggs have to be hidden in a safe place Otherwise any other beetle will take it. He saw the galaxy and determined the direction and went straight. During the day, the memory of the galaxy is memorized by the memory and the sun and light go in the same direction by comparing them. Later the larvae hatch, the larvae grow by eating that dung...

ছায়াপথ দেখে পথ চলে যে পোকা

ছবিতে দেখতে পাচ্ছেন একটি গুবরে পোকা। গুবরে পোকা গোবর দিয়ে ছবির মতো বল বানায়। ওখানে সে তার ডিমগুলো রাখে। রাতের বেলা ওই বলের উপর চড়ে নাচানাচি করে (ছবির মতো) । ওই সময় সে আকাশের ছায়াপথের (Milkyway) ছবি তুলে নেয় (স্মৃতিতে) । ওই ছবি রাতে লাগেনা কারণ রাতে ছায়পথ দেখা যায় । এই গোবরের বল ওকে এমনভাবে নিতে হবে যেন রাস্তা ভুল না হয় এবং কম সময়ে যাওয়া যায়। কারণ ডিমসহ ওই বলগুলোকে সেফ জায়গায় লুকিয়ে রাখতে হবে ৷ নইলে অন্য কোন গুবরে পোকা ওটা নিয়ে যাবে । ও ওই ছায়াপথ দেখে দিক নির্ণয় করে সরলপথে যায়। দিনের বেলা স্মৃতিথেকে ছায়াপথের ছবি স্মরণ করে আর সূর্য, আলো এগুলোর সাথে তুলনা করে একই পথে যেতে থাকে ৷ পরে লার্ভা হয়, লার্ভাগুলো ওই গোবর খেয়ে বড় হয় .

4
$ 0.00
Avatar for HasibulAzam
3 years ago

Comments

Right,That picture doesn't look at night because the galaxy can be seen at night. He has to take this dung ball in such a way that the road is not wrong and he can go in less time.

$ 0.00
3 years ago

Exactly.. galaxy is like a compass to a beetle

$ 0.00
3 years ago