পলিথিন ব্যাগ সবাই নাম তো শুনেছেন। আমরা বিভিন্ন জিনিস যাতায়তের জন্য এই ব্যাগ ব্যবহার করি। বেশির ভাগ এটি দোকানে বা খরচ করতে গেলে পাওয়া যায়। পলিথিন এমন একটা জিনিস যা আমাদের প্রকৃতির জন্য অনেক ক্ষতিকারক। একটা পলিথিন ব্যাগ পচতে অনেক বছর লেগে যায় যা আমাদের দেশের মাটিকে নষ্ট করে ফেলছে। তাই আমরা সচেতন হলে ভালো হয়। সবাই পলিথিন ব্যাগকে পরিহার করি সুন্দর প্রকৃতি গড়ি। লেখাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে সাথে তাকুন।
Polythene is not good for our nature. But we use it randomly . We shouldnot use polythene . Polythene need 450 year to distroy totaly . We should use jute bag instant of polithene.