6
28
মানুষ স্বাভাবিকভাবেই তার জন্মস্থানকে ভালোবাসে। জন্মস্থানের আলো, জল হাওয়া, পশু-পাখি সবুজ প্রকৃতির সাথে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠে। জন্মস্থানের প্রতিটি ধূলিকণা তার কাছে মনে হয় সোনার চেয়েও দামি। মাকে যেমন সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসে, তেমনি দেশের প্রতিও সবার ভালোবাসা সকল স্বার্থের ঊর্ধ্বে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেজন্য গেয়েছেন -
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর-তোমাতে বিশ্বমায়ের আচঁল পাতা।।
প্রতিটি মানুষেরই নিজের দেশের প্রতি ভালোবাসা থাকা উচিত। ইসলামেও নিজের দেশের প্রতি ভালোবাসার জন্য জোর দিয়েছেন । সুতরাং দেশকে ভালোবাসুন দেশের জন্য কিছু করুন,