11
21
আগে বিকাল বলতে বুঝতাম শুধু খেলাধুলা এখন বিকাল বলতে বুঝি রাত চলে আসছে। বিকালে সূর্যটা ডুবতে সবশেষে বেশি বালো লাগে। বেশির ভাগ সময় সূর্যে আলো অনেক সুন্দর যা বলার ভাষা নেই।
আমরা যখন খুব ছোট ছিলাম তখন বিকাল হলেই সবাই মিলে খেলাধুলা করতাম সবার সাথে দুষ্টমি করতাম। কিন্তু এখন বড় হয়ে গেছি এখন আর সেই সুযোগ টা নাই। এখন চাইলেও আগের মত কারো সাথে মিশতে পারি, পারিনা ইচ্ছে স্বাধীন মত কোথাও ঘুরতে যেতে জীবনটা সিকলে আটকা পরে গেছে।