অ্যাগুয়েরুকে বাদ দিয়ে দল ঘোষণা করবে আর্জেন্টিনা!

0 14
Avatar for Hasan2399
3 years ago

২০২২ বিশ্বকাপে মূল পর্বে জায়গা করে নেয়ার জন্য এই বছরের মার্চ মাস থেকে বাছাই পর্ব শুরু হওয়ার কথা ছিল ল্যাতিন আমেরিকাতে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটা আর হয়নি। এক ধাক্কায় পিছিয়ে গেছে ৬ মাস।আগামী অক্টোবর মাস থেকে পুনরায় বাছাই পর্ব শুরু হওয়ার কথা। ল্যাতিন আমেরিকায় নিজেদের প্রথম দুটি বাছাই পর্বের ম্যাচের জন্য আগামী ২০ তারিখ দল ঘোষণা করবে আর্জেন্টিনা কোচ লাওনেল স্কালোনি।আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি খেলবে বলিভিয়ার বিপক্ষে। এই দুটি ম্যাচের জন্যই দল ঘোষণা করবে আর্জেন্টিনা কোচ।কিন্তু এই দলে স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরু থাকবে কিনা সেটা নিয়েই সন্দিহান। দীর্ঘদিন ধরে ইনজুরিতে আছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যানসিটির শেষ দিকের ম্যাচগুলোতে খেলতে পারেননি তিনি। যদিও ম্যানসিটি আশা করছে অ্যাগুয়েরু খুব তারাতারিই ফিরবে।

2
$ 0.00

Comments