কুমিল্লায় আজ থেকে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু

4 21
Avatar for Hasan2399
4 years ago

প্রবাসী অধ্যুষিত কুমিল্লা জেলার কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আজ থেকে ই-পাসপোর্ট এর কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে গ্রাহকরা প্রতিদিনই অনলাইনে আবেদন করে নির্ধারিত ব্যাংক ফি জমা দিয়ে ই-পাসপোর্ট জমাদান ও গ্রহন করতে পারবে।গত ২৯ জুন ২০২০ ই-পাসপোর্ট প্রকল্প কর্মকর্তা ল্যাঃ কর্নেল নূর আলম এ কার্যক্রমেে উদ্বোধন করেন। করোনা পরিস্থিতির কারনে উদ্বোধন হলেও জমাদান কার্যক্রম চালু করা হয়নি। করোনা পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় আজ থেকে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করা হয়েছে।প্রথমদিনে ২০ টির উপরে আবেদন জমা হয়েছে বলে জানান পাসপোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তা। পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে ই-পাসপোর্ট ফরমটি ডাউনলোড করে আবেদন করলে একটি তারিখ দেয়া হবে। তারিখ অনুযায়ী পাসপোর্ট অফিসে গিয়ে ১০ আঙ্গুলে ফিঙ্গার প্রিন্ট সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। সাধারন ও জরুরি ফি দিয়ে ৪৮ ও ৬৪ পৃষ্ঠার ৫ বছর বা ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট গ্রহন করতে পারবে গ্রাহকরা। ই-পাসপোর্ট এর কারনে গ্রাহকরা ইমিগ্রেশন হয়রানী থেকে বেচে যাবে।

প্রথম দিনে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দিতে আসা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ নুরুজ্জামান জানান, প্রতিটি নাগরিকেরই সাধারন পাসপোর্ট এর পরিবর্তে যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ই-পাসপোর্ট গ্রহন করা উচিত।এ বিষয়ে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহমেদ জানান, ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়া প্রবাসী অধ্যুষিত জেলা কুমিল্লার জন্য বিশাল সুখবরের ব্যাপার। এখন থেকে গ্রাহকরা নির্ধারিত ফি জমা দিয়ে ই-পাসপোর্ট গ্রহন করতে পারবে। নতুন চালু হওয়ায় গ্রাহকদের একটু দৈর্য্য ধরে জমা দেয়ার আহবান জানান।

5
$ 0.05
$ 0.05 from @Eshan2742

Comments

হ্যাঁ পাসপোর্ট নতুন করে পাসপোর্ট আবারও চালু হয়েছে।আজকে আমার ফ্যামিলিতে কেউ একজন পাসপোর্ট অফিসে গিয়েছে।পাসপোর্টে জন্য এপ্লাই করেছে আর কিছু প্রবলেম ছিল।তাই এগুলো তথ্য সংগ্রহ করার জন্য গেছে ঠিকঠাক হয়ে আসার পরে বললো। নতুন পাসপোর্ট সংগ্রহ করা সম্ভব আমাদের দৈনন্দিন জীবনের অমূল্য ধন বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় মাস বন্ধ ছিল আবার চালু করেছে।

$ 0.00
4 years ago

তোমার তথ্যটি খুব ভাল লেগেছে,

$ 0.00
4 years ago

Thank you very much, this can be a very important message for many, so many will benefit from this message for you.

$ 0.00
4 years ago

গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ। আশাকরি আপনার তথ্যদ্বারা অনেকেরই উপকার হবে। চাইলে সাবস্ক্রাইব করতে পারেন।

$ 0.00
4 years ago