নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ছিলেন একজন দান বীর, প্রজাহিতৈষী সুশাসক. এই বাংলার প্রথম ও শেষ মুসলিম নারী নবাব। রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে উঠলেও তিনি ছিলেন বিদ্যানুরাগী। ছিলেন সমাজ সংস্কারক। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন সমাজে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি নারী শিক্ষা প্রচার ও নারীদের নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করে অথনৈতিকভাবে স্বাধীন হতে উৎসাহিত করেছেন। সেই চিন্তা থেকে তিনি বেগম রোকেয়ার জন্মের আগে প্রতিষ্ঠা করেছেন ফয়জুন্নেছা স্কুলসহ দু’টি বালিকা বিদ্যালয়। তিনি ছিলেন কবি। প্রতিষ্ঠা করেছেন হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কালভার্ট। সবই করেছেন প্রজাদের কল্যাণে।কুমিল্লাকে করে গেছেন সু-পরিচিত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠায়ও আর্থিক অবদান রেখেছেন এই পরোপকারী বাংলার নবাব।
রক্ষণশীল মুসলিম পরিবারের সুমার্জিত ও ধার্মিক ছিলেন তিনি ।