রেলওয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের প্রতিবাদে হামলা আহত ২, আটক ১
সাজাদুল ইসলাস,কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে রেলওয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে ঘর তোলার প্রতিবাদ করায় একটি গ্রুপের সশস্ত্র হামলায় দুইজন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে, বুধবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকায়। আহতরা হলেন রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমি লিজ নেওয়া বদিয়জ্জামান সরকার ও তার ভাতিজা হোসেন আলী। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় আঃ লতিফ, আশরাফুল ইসলাম, আব্দুল কুদ্দুছ, নুরুজ্জামান, খবির উদ্দীনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,বদিয়জ্জামান সরকার দীর্ঘদিন ধরে লিজ সূত্রে তার বাড়ির সামনের পুকুর পাড়ের ৪ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি সেখানে জোড় করে ঘর তোলেন সংঘবদ্ধ চক্রের অভিযুক্ত ওই ব্যক্তিরা। তার প্রতিবাদ করলে চক্রের মূলহোতা আঃ লতিফ, আশরাফুল ও কুদ্দুসসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা চালায়। তবে অভিযোগ রয়েছে একটি সিন্ডিকেট চক্রের ইন্ধনে অভিযুক্তরা হামলা চালিয়েছে।
এব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এঘটনায় গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে নুরুজ্জামান নামে মামলার এক আসামীকে আটক করা হয়েছে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায়।তবে বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।রেলওয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের প্রতিবাদে হামলা আহত ২, আটক
আকাশ পথে দেশে আসছে করোনা পজেটিভ রোগী! হাসপাতালে ভর্তিবিমানবন্দরে ডেস্ক : মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে করোনা পজিটিভ কয়েকজন প্রবাসী দেশে ফিরেছেন। গত এক মাসে এ রকম সাতজন করোনা পজিটিভ প্রবাসী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনাক্ত হন।কোভিড ১৯ পজিটিভ সনদ থাকার পরও এসব যাত্রীকে ঢাকায় নিয়ে আসে একাধিক বিমান সংস্থা। সাত যাত্রীর মধ্যে চারজন সৌদি এয়ারলাইনসে, দুজন কাতার এয়ারওয়েজে ও একজন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় আসেন। খবর দৈনিক প্রথম আলোর।করোনা পজিটিভ সাত যাত্রীর সবাই প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তাঁদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ।বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনার কারণে গত মার্চ থেকে চীন ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে জুন থেকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়।বর্তমানে সৌদি আরবের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও সেখান থেকে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে করে প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরছেন। এ ছাড়া কাতার থেকেও বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন অনেকে।বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে কোভিড সনদ বাধ্যতামূলক না থাকায় কেউ কেউ সুযোগ নিচ্ছেন। একই কারণে ফ্লাইটে ওঠার আগে বিমান সংস্থাগুলোও বাংলাদেশি যাত্রীদের কোভিড সনদ আছে কি না, তা যাচাই করছে না।আবার অনেক যাত্রীর করোনা ‘পজিটিভ’ সনদ থাকার পরও তাঁরা সেটি ঢাকায় বিমানবন্দরে এসে লুকিয়ে রাখছেন। তবে যাত্রীদের মধ্যে কেউ কেউ কোভিড সনদ বিমানবন্দরের স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে দিয়েছেন। এভাবেই গত এক মাসে করোনা পজিটিভ সনদসহ সাতজন যাত্রী শনাক্ত হয়েছেন।বিমানবন্দর সূত্র জানায়, সবশেষ ১৪ সেপ্টেম্বর বিমানবন্দরে সৌদি এয়ারলাইনসের এক যাত্রীকে করোনা পজিটিভ সনদসহ পাওয়া যায়। গত এক মাসে যে সাতজন যাত্রী শনাক্ত হন, তাঁদের কারও মধ্যে করোনার উপসর্গ ছিল না।বিমানবন্দর সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এভাবে করোনাভাইরাসের আক্রান্ত আরও অনেক রোগী সহজেই বের হয়ে গেছেন।১৪ সেপ্টেম্বর সবশেষ করোনা পজিটিভ সনদসহ যাত্রী শনাক্তের পর বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্র।বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ আজ বুধবার বলেন, বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানোর পর ওই দিন সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে নিয়ে বৈঠক হয়। সাতজন কোভিড পজিটিভ রোগীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যে সাতজন কোভিড পজিটিভ রোগী পাওয়া গেছে, তাঁরা স্বাভাবিক যাত্রী হিসেবেই ঢাকায় আসেন।এ ব্যাপারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে দেশে ফেরার সময় যে কোভিড সনদ আনতে হবে, তেমন বাধ্যবাধকতা নেই।তাই অনেকে বিদেশ থেকে আসার সময় কোভিড পজিটিভ থাকার বিষয়টি লুকিয়ে রাখেন। বিমান সংস্থাগুলোও যাচাই করে না। তবে তাঁরা এ ব্যাপারে বিমান সংস্থাগুলোকে সতর্ক করে চিঠি পাঠিয়েছেন। তা ছাড়া সেসব যাত্রী কোভিড পজিটিভ সনদসহ শনাক্ত হয়েছেন, ফ্লাইটে তাঁদের আশপাশের যাত্রীদের সতর্ক করা হয়েছে।