5
26
আবেগে মানুষ যত কথা বলে বাস্তবতা তা ভিন্ন কথা বলে।আবেগে এক নদী রক্ত বন্যা বয়ে চলে বাস্তবতায় মাথার ঘাম পায়ে পড়ে।আবেগে গাছ তলায় শুয়ে থাকার গল্প বলে বাস্তবতায় মাথার উপর বিশাল আকাশ শূন্যতা হাহাকার ধ্বনি উচ্চারিত করে।আবেগে তাজমহলের স্বপ্ন আঁকে বাস্তবতায় খড়কুটোর বাসা বাঁধতে সুখকে ডাকে.... মুখে হাজারটা রসের কথা বলতে কিছু খরচ হয় না বড়জোর মুখের দু চারটা কথা খরচ হয় কিন্তু তা মুখে না বলে বাস্তবতার রুপ দিতে গেলে বিংশ শতাব্দীর জন্য অপেক্ষা করতে হয়।
বাস্তবতা বড়ই কঠিন। সাবস্ক্রাইব করে নিলাম। আপনিও করবেন।