0
21
"কে অধিক শক্তিশালী, আল্লাহ নাকি রাশিয়া?" আফগানিস্তানে মুজাহিদিনদের অনুপ্রেরণা দিতে গিয়ে আবদুল্লাহ ইউসুফ আযযাম।
১৯৭৯ ছিল হিজরী পঞ্চদশ শতাব্দীর প্রথম বছর। রাসূল (স)-এর একটি হাদিস অনুযায়ী প্রতি শতাব্দী পরপর আল্লাহ তার পছন্দনীয় ব্যক্তিদের (মুজাদ্দিদ) মাধ্যমে দ্বীন ইসলামকে পুনরুজ্জীবিত করবেন।
"প্রতি শতাব্দির শুরুতে আল্লাহ এই উম্মাহ থেকে একজন মানুষকে উত্থিত করবেন যে দ্বীনকে পুনরুজ্জীবিত করবে। (সুনানে আবু দাউদ, কিতাব ৩৭, কিতাব আল মালাহীম, হাদিস নং -৪২৭৮)
১৯২৪ সালে উসমানী খেলাফতের পতনের পর থেকেই ইসলামের জন্য এক পুনঃজাগরণের প্রয়োজন ছিল। আফগানিস্থানের বিরুদ্ধে কমিউনিষ্ট রাশিয়ার যুদ্ধ হয়ে ওঠে এই বহু প্রতিক্ষীত পুনঃজাগরণের কারণ।
আফগানিস্থানে মুসলিম উম্মাহর এই পুনঃজগরণ, এই পুনরুত্থান ঘটেছিলো দু'জন ব্যক্তির মাধ্যমে "আবদুল্লাহ আযযাম এবং ওসামা বিন লাদেন"।