3
16
একা একা কথা বলা, স্বপ্নের খোঁজে পথ চলা;মানে অভিমানে গিয়েছি ভুলে,সেইসব রোদেলা দিন!
পেরিয়ে এসেছি পিছে ফেলে,ইচ্ছের রঙিন ঘুড়ি উড়িয়েছিলাম সেই কবে,কোন কিশোরীবেলায়।
কবেই গিয়েছি সব ভুলে,সে সব নিয়েছে ঠাঁই, স্মৃতির কোন কোনায়।
ভোরের কুয়াশায়,উত্তুরে হাওয়ায়,উড়িয়ে দিয়েছি তোমায়।
বিষন্নতায় পথ হেঁটেছি একা,তবুও পাইনি তোমার দেখা,কত রাত গিয়েছে চলে,আজ বড় অবেলায় তুমি এলে।
বন্ধ দুয়ার,খিল দিয়েছি তুলে,বন্ধ মনেরই অলিগলি,আমি নিজেকে নিয়েছি খুঁজে,আর তাই একলাই পথে চলি।
আজ শ্যাওলার ছাপ,অতি চেনা সেই পুরাতন দেয়ালে,ছেঁড়া সুতোয় কেটেছি যখন পিছুটান তখন বড় অবেলায় তুমি এলে।
সামান্য লেখাই যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করবেন।ধন্যবাদ।
দারুণ পোস্ট। লেখা চালিয়ে যান। ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন....