রেগে গেলেন তো, হেরে গেলেন।

6 15
Avatar for Halima420
4 years ago

এক লোক তার Brand New গাড়ি পরিষ্কার করছিলেন। এই সময় তার ছয় বছরের মেয়ে পাথর হাতে গাড়িটির কাছে যায় এবং গাড়ির একপাশে পাথর দিয়ে আঁচড়িয়ে কিছু লেখে। লোকটি যখন দেখতে পায় তার মেয়ে গাড়ির গায়ে আঁচড় কাট ছে তখন সে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে এবং মেয়েটির হাতে আঘাত করে। পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একধিক ফ্র্যাকচার হয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড ব্যথায় তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমার হাত কবে ঠিক হবে, তখন লোকটি নির্বাক হয়ে পড়ে। সে তার গাড়িটির কাছে ফিরে যায় এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারে। সে তার মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত করেছে তা ভেবে সে অত্যন্ত কষ্ট পায় এবং গাড়িটির সামনেই মাটিতে বসে পড়ে। এসময় তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে পাথর দিয়ে আঁচড় কেটেছিল সেখানে। সেখানে লেখা ছিল,বাবা, আমি তোমাকে ভালবাসি ।

গল্প থেকে আমরা যা শিখতে পারলাম:ক্রোধ এবং ভালবাসার কোন সীমা নেই। রাগের মাথায় এমন কিছু করবেন না যার জন্য পরে পসতাতে হয়।


8
$ 0.00

Comments

অনেক সুন্দর লেখেছো আরো লেখবেন। আমাকে সাপোট করুন আমি আপনাকে সাপোর্ট করবো

$ 0.00
4 years ago

ইনসাহ আল্লাহ পাশে থাকবো,,,

$ 0.00
4 years ago

অনেক সুন্দর লিখছেন। আসলেই রাগ আর ভালোবাসার কোনো পরিসীমানেই। আমাদের উচিত নিজেদের রাগকে আয়ত্ত করা। না হলে আমাদের নিজেদেরই ক্ষতি হওয়ার সম্ভবনা বেশি

$ 0.00
4 years ago

Thank you vaiya,, always support you

$ 0.00
4 years ago

sondor likhecen

$ 0.00
4 years ago

Thank you so much,,,,avabe support korben insah Allah pase thakbo,

$ 0.00
4 years ago