এক বাস চালক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন,এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো।
কিচ্ছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকস টি বললেন, এবার তাদের মধ্যে কিছু লোক হাসলো বাকি দের হাসি পেল না।
এর পর সেই বাস চালক ব্যক্তি বারবার একই জোকস বলতে লাগলেন,শেষে এমন অবস্থা হলো বার বার একই জোকস শুনে হাসার মতো আর কেও ত্থাকে না।
এবার চালক টি মুচকি হাসলেন এবং বললেন, তোমরা একই জেকস শুনে বার বার হাসতে পার না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কষ্ট গুলোর জন্য দিনের পর দিন কাদো?
এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম:আমরা যেমন হাসির হাজারো কারন থাকা সত্বেও হাসতে পারি না,তেমনি ভাবে কান্নার হাজার কারন থাকলেও আমরা কানবো না,সব দুঃখ কষ্ট কে ভুলে সামনের দিকে এগিয়ে জাওয়াই আমাদের জিবনের লখ্য।ধন্যবাদ সবাই কে।
amaging Artical. carry on dear.