মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে,কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে,বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে,তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে ?
অচেনা পৃথিবীর নির্মম বাস্তবতায় এসে,তীব্র খরতাপের সুর্য্য স্নানের বেলা শেষে,ভালোমন্দের দন্দ-ছন্দের আবেগে মিশে,সরল মনটি ঠকেছে মানুষকে ভালোবেসে।
পৃথিবীটা সুন্দর, সুন্দর তার আকাশ,মানুষগুলো জটিল সরলতার নেই প্রকাশ,মিথ্যের আভিজাত্য বিন্দু থেকে বিকাশ,কষ্টগুলো আসবেই করবে সরলতার সর্বনাশ।
বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এ পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এ জীবন, জগতের বুকে একটি আঁচড় না কেটেই হারিয়ে যাবে অতলে।
দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার।
কী বলা হচ্ছে, সেটি হৃদয়ে ধারণ করো, কে বলছে সেটি বিবেচ্য নয়, পথের ভিখারীও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে।
আপনাকে সাবাস্ক্রাইব করলাম আপনিও করবেন