বোবা কোথারা যদি কবিতার জমিনে ,সশব্দে চিংকার করে, দৃশ্যপট হয়ে সব মরে যায়, তোমার পিন্জিরার নতজানু প্রণয় গচ্ছিত রহিল আমার ভালবাসা।
আমি জানি তোমার জীবনে আমি এক অস্পষ্ট ছায়া,!! তবুও কেনো জানি মিথ্যা মরিচীকার পিছে ছুটে বেড়ায় ভালো লাগে বলে। জানি পাবনা কাঙ্খিত স্বপ্নের দেখা তবুও এক অদ্ভুত ভালো লাগা থেকেই যায়।
চলতে পথে মনে হয় অনুভূতিগুলো জিবন্ত নয়, তবুও মানে না এ মন। অনাঙ্খিত কষ্ট গুলোর জন্য বসে থাকা আমি। জানি না কখনো তুমি অনুভব করতে পারবে কি আমার এই বসে থাকার কারণ??গুমরে কেদে যাবে অবহেলিত স্বপ্ন গুলো ,হয়তো কোনোদিন স্পশ করবে না,আমার হৃদয়ের আকুতি। হয়তো কোনোদিন দোলা দিবে না আমার হৃদয়ের ভালোবাসা তোমার হৃদয়ে !তবুও ভালোবেসে যাই ,হয়তো কষ্ট দিবে বলেই এতো কাছে যাই আর তুমি ফিরিয়ে দাও,কিছু ভাঙ্গা স্বপ্ন হাতে আমার। তবুও শুধু তোমাকে ভালোবেসে কাটে ঘুমহিন রাত আর আমার কষ্টের আতনাদ
গুড