তুমি চলে এসো

0 12
Avatar for Habiba
Written by
4 years ago

যদি মন কাঁদে তুমি চলে এসো,চলে এসো এক বর্ষায়...... এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে যদি কোমল ও শ্যামল চায় ছায়। চলে এসো, তুমি চলে এসো এক বর্ষায় যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বর্ষায়,......

যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদমও গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি...... উতলা আাকাশ মেঘে মেঘে হবে কালো ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো ৷ তুমি চলে এসো এক বর্ষায় যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বর্ষায়........

নামিবে আধাঁর বেলা ফুরাবার ক্ষনে মেঘমল্লো বৃষ্টিরও মনে মনে কদম গুচ্ছ খোপায় জরায়ে দিয়ে জলভরা মাঠে নাচিবো তোমায় নিয়ে..... চলে এসো, চলে এসো এক বর্ষায় যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বর্ষায়......

1
$ 0.00

Comments