0
16
নীলাকান্ত আকাশ ধূসর মেদুর সম্পর্ক হাতের তালুতে আটকে রয়েছে আঙুলের ফাঁকে ঝুলছে শূন্যতা লুপ্ত জনপদ গেছে জগৎ পরিভ্রমনে।
বন্ধন থাকেনা বেশিদিন খোয়া গেছে বিশ্বাস,ভাঙছে ভালোবাসা অসুস্থ বেড়ালের মতো বায়বীয় প্রেম ঘুরপাক খায় সভ্যতা ভাঙছে সময় ভাঙছে আচরণ।
ঝুলানো বারান্দা আর ঐ ঘুরানো সিঁড়ি এখন আগের মতো শিহরণ জাগায় না রাত আসে কবিতার ঘ্রান নিয়ে ঝমঝম তুমুল বৃষ্টিতে।
বছর বছর গাছের পাতা ঝরা দেখতে দেখতে আজ আমি আটকে গেছি নিজের ছায়ায়।