ভোর বেলায় চোখ খুলতেই দেখি বৃষ্টিতে ভিজছে শহর, জানালায় হাত বাড়িয়ে জল ছুঁই, সিক্ত আঈুলে আচঁড় কাটি খোপকাটা আকাশ নীল পর্দায়,
হঠাৎ কড়া নাড়ার শব্দে ধ্যান ভাঙে দরজা খুলতেই দৃশ্যমান তোমার কোঁকড়া এক মাথা চুল জলে ভিজে একাকার,
বকতে যাবার আগেই আধ কুড়ি ঠান্ডা হিম হিম আঈুল আমায় টেনে আনে চৈত্রের বৃষ্টি ভেজা রাস্তায়!