আয়,আয় বৃষ্টি আয়, আয় আজ ছুঁয়ে দে আমায়, জলাগুন জ্বালিয়ে দে মোর গায়, পরাবো প্রেমের নুপুর তোর পায়, আয়,আয় বৃষ্টি আয়।
আয় বৃষ্টি বাঁধনহারা, হব আজ প্রেমে পাগলপারা, আয় ভিজিয়ে দে এ ধরা, কাটুক মন বন আর তনুর খরা, আয় বৃষ্টি অঝর-ধারা।
আয় বৃষ্টি লজ্জা ভুলে, আয়-নগ্ন আমার কোলে, আয় মেঘের বাঁধন খুলে, আয় স্নিগ্ধ পাখনা মেলে, তোর যৌবন- সুধা দে আজ ঢেলে।
আয় বৃষ্টি পথ শিশুটির ডাকে, আয় ঐ বস্তিটার ঘরের টিনের ফাঁকে, আয় জলসন্ধিৎসু ওড়া পাখির ঝাঁকে, আয় মরা ঐ নদীটার বাঁকে, আয় বৃষ্টি গার্মেনটস কর্মীর তপ্ত তাকে।
আয় বৃষ্টি নিঃস্ব মাঝির ঘাঁটে, আয় কৃষকের মরা ফসল মাঠে, আয় তৃষ্ণায় ক্লান্ত পথিকের বাঁটে, আয় মসজিদ গির্জা আর মাঠে, আয় বৃষ্টি, আয় তৃষ্ণার্ত যত ঠোঁটে।
আয় বৃষ্টি হৃদয় খুলে, আয় যত চাপা অভিমান ভুলে, তপ্ততাকে চড়িয়ে দে আজ শূলে , আয় বৃষ্টি পৃথ্বীর কূলে, আয় বৃষ্টি, আয় কবিতার মূলে।
আয় বৃষ্টি তপ্ত পাখির ডানায়, দেখ জ্বলছি সুর্য-তরুণ জ্বালায়, আয় বৃষ্টি আয় ফিরে আয়, আয় গলা ঐ পিচঢালা পথটায়, আয়,আয় বৃষ্টি আয়।