আলোকচিত্র : মোহাম্মাদ আসাদ
‘কভিড ১৯’-এর প্রভাব চলমান থাকলেও থামেনি স্মার্টফোনের নিত্যনতুন মডেলের আসার পালা। যুক্ত হয়েছে নতুন ট্রেন্ড। করোনার জন্য ফোন বিক্রিতে বিশাল প্রভাব পড়বে—এই আশঙ্কা ভুল প্রমাণিত হতে চলেছে। বছরের প্রথম ছয়টি মাসে স্মার্টফোন বাজার কেমন ছিল, কী চাহিদা মাথায় রেখে ক্রেতারা ফোন কিনেছেন আর তা মেটাতে সক্ষম হয়েছে কি না স্মার্টফোন নির্মাতারা—সেসবের খোঁজখবর জানাচ্ছেন এস এম তাহমিদ
নতুন সব ফোন
আইফোন এসই (২০২০) বলা যায়, বছরের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল নতুন ‘আইফোন এসই’। পুরনো ডিজাইনে হালের নতুন হার্ডওয়্যার পুরে তৈরি এই ডিভাইস সবচেয়ে কম দামি নতুন আইফোন। সাধারণত অ্যাপল স্বল্পমূল্যে আইফোন বিক্রি করে না, আর ২০২০ সালে এসে ২০১৭ সালের মডেল ব্যবহার করে নতুন ফোন বাজারে আনা অস্বাভাবিক বটেই। ফোনটির পুরো ডিজাইন ‘আইফোন ৮’-এর মতো, তবে ক্যামেরা ও প্রসেসর ‘আইফোন ১১’ থেকে নেওয়া। কম রেজল্যুশনের ডিসপ্লের সঙ্গে শক্তিশালী প্রসেসর এটিকে বর্তমানের সবচেয়ে শক্তিশালী গেমিং ফোন করে তুলেছে। দেশের বাজারে ‘আইফোন ১১’-র দাম যেখানে ৭০ হাজার থেকে ৭৪ হাজার টাকা, সেখানে ‘আইফোন এসই’র দাম পরবে ৫৩ হাজার থেকে ৫৫ হাজার টাকা।
স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজ একটি ফোনে যত ফিচার দেওয়া সম্ভব তা দেওয়া হলে যা হতে পারে সেটাই ‘গ্যালাক্সি এস২০’ সিরিজ। সর্বশেষ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, ১০০এক্স জুম ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৮কে ভিডিও, সর্বোচ্চ মানের ১২০ হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫জি নেটওয়ার্ক, বিশাল ব্যাটারি—কী নেই এতে! হতে পারে এ সিরিজে প্রায় দেড় লাখ টাকা মূল্যের মডেলও আছে। কিন্তু কেনার পর এতটুকু সান্ত্বনা পাওয়া যাবে, বাদ পড়েনি একটি ফিচারও। ডিজাইন এবং তৈরির মানেও সেরা বলা ছাড়া উপায় নেই।