🍁🍁"জাহেলিয়াতের অন্ধকার যুগে মানবতার মুক্তির দূত হিসাবে আল্লাহ মুহাম্মদ (সা.) কে পাঠিয়েছেন। তার আগমনের উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে বলেনঃ “ এজন্যেই আমি তোমাদের মধ্য থেকে একজনকে রসুল মনোনীত করে তোমাদের কাছে পাঠিয়েছি, যে আমার সত্যবাণী তোমাদেরকে শোনায়, তোমাদের জীবনকে পরিশুদ্ধ করে, কিতাব ও হিকমা শিক্ষা দেয়। আর তোমাদের সেই সত্যসমূহ জানায়, যা তোমরা জানতে না।” (সূরা বাকারা-১৫১)... 🍂
কোরআনের অনু্রপ্রেরণামূলক বাণী
দুনিয়ার জীবনটা ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই না . . .
⊶ সূরা আল হাদীদ: আয়াত ২০
وَ مِنۡ اٰیٰتِہٖۤ اَنۡ خَلَقَ لَکُمۡ مِّنۡ اَنۡفُسِکُمۡ اَزۡوَاجًا لِّتَسۡکُنُوۡۤا اِلَیۡہَا وَ جَعَلَ بَیۡنَکُمۡ مَّوَدَّۃً وَّ رَحۡمَۃً ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۲۱﴾
অর্থঃ আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে হচ্ছে যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন যুগলদের, যেন তোমরা তাদের মধ্যে স্বস্তি পেতে পার, আর তিনি তোমাদের মধ্যে প্রেম ও করুণা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহ এতে তো নিদর্শনাবলী রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা করে।
📖{সূরা আর রুম আয়াত: ২১}📓
সরল পথ আল্লাহ্ পর্যন্ত
পৌছে এবং পথগুলোর
মধ্যে কিছু বক্র পথও রয়েছে।
তিনি ইচ্ছা করলে তোমাদের
সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন।
[সূরা আন-নাহলঃ৯]
আল্লাহর পথে ব্যয় করো
ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহর পথে ব্যয় করো...।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯৫)
Friary you are nice