বিখ্যাত উক্তি-২

0 10
Avatar for Foysolraj
4 years ago

(১) যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালবাসা মেশান থাকে, সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়……———- হুমায়ূন আহমেদ।

(২) যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর…———- হুমায়ুন আহমেদ।

(৩) বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়।———- জর্জ হাবার্ট।

(৪) শীতের কুয়াশার সে কোন অন্তিম পোচড়ের ফাঁকে-ফাঁকে বৃহস্পতি কালপুরুষ অভিজিৎ সিরিয়াস যেন লন্ঠন হাতে করে এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে কোন সুদূরযানের পথে চলেছে, কেমন একটা আশ্চর্য দূর পরলোকের নিক্কণ শোনা যায় যেন।——- জীবনানন্দ দাশ (মাল্যবান)

(৫) বিয়ে একটি জুয়া খেলা – পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ।————- মাদ সোয়াজেন।

(৬) নিজেকে নিয়ন্ত্রণ কর তারপর অন্যকে অনুশাসন কর নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন …।———- গৌতম বুদ্ধ।

(৭) দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কার সঙ্গে ভাগ করে নিতে হবে।———- মার্ক টোয়েন ।

(৮) যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিষ বুঝতে পারার গৌরব করতে পারে।———- জে. বি. ইয়েটস।

(৯) চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না !———- স্বামী বিবেকানন্দ।

(১০) আলোতে একাকী হাটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম।———- হেলেন কিলার।

(১১) যদি কোনো নারীর ফাসি হয়, ফাসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে । ———- চেমফোর্ড ।

(১২) শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয়। এ সমাজ শিক্ষক চায় না, চোর- চোরাচালানি- দারো গা চায়। ———- হুমায়ুন আজাদ।

(১৩) ”তৃতীয় বিশ্বে রাজনীতি করুণ হিংস্র এক প্রহসন;কোটি কোটি টাকা ব্যয়ে অভিনীত হয়ে থাকে এ রাষ্ট্রীয় রঙ্গ নাট্য!” ———- হুমায়ূন আজাদ।

(১৪) দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। ————- হুমায়ূন আজাদ।

(১৫) নষ্টদের কোন দল নেই। এরা স্বার্থের জন্য সকল পরিচয়েই পরিচিত হতে চায় যা তাদের স্বার্থের অনুকূলে যায়। ———-নষ্ট আজাদ।

(১৬) যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে!”———- বিল গেটস।

(১৭) বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা।। ———- শুপেনহাওয়ার।

(১৮) ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না,ডেকে আনতে হয়। ———–ইলা অলড্রিচ

(১৯) তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো। ————জন অফ কেনেডি

(২০) আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় । ——– জন এ শেড

(২১) সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়——-– হযরত সুলায়মান

(২২) বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন । ——–– সক্রেটিস

(২৩) যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভালভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায় । ———– রবার্ট ফ্রস্ট

(২৪) “ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে॥ ” ———– বায়রন।

(২৫) “ অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না॥ ” ———– সাইরাস।

(২৬) “ কান্নায় অনন্ত সুখ আছে তাইতো কাঁদতে এত ভালোবাসি॥ ” ———– স্বামী বিবেকানান্দ।

(২৭) “ জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই॥ ” ———– গীতা।

(২৮) “ যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়॥ ” ——– জর্জ গ্রসভিল।

(২৯) “ আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই॥ ” ——– সুইফট।

(৩০) “ বন্ধুর সাথে এমন ব্যাবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়॥ ” ———– প্লেটো।

(৩১) “ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না॥ ” ———– জন বেকার।

(৩২) “ সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ॥ ” ———– হযরত আলী (রাঃ)।

(৩৩) “ আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়॥ ” ——– জন এ শেড।

(৩৪) “ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে॥ ” ————– ডব্লিউ এস ল্যান্ডের।

(৩৫) “ একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ॥ ” ———– এস টি কোলরিজ।

(৩৬) “ সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও॥ ” ———– মেরিডিথ।

(৩৭) “ সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়॥ ” ———– হযরত সোলায়মান (আঃ)।

(৩৮) “ যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না॥ ” ———– জন বেকার।

(৩৯) “ যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী॥ ” ———– জন লিলি।

(৪০) “ ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল॥ ”

4
$ 0.00
Avatar for Foysolraj
4 years ago

Comments