#গল্পঃ ঠিক এতোটাই ভালোবাসি তোকে
#
#পূর্বঃ ০৬
স্বপ্ন: আম্মু দেখো আমার বিছানায় কতো বড় মাকড়সা। তাড়াতাড়ি ফেলো এটাকে
চাচ্চু: এটা এখানে কি ভাবে আসলো
স্বপ্ন: এইতো আমি কোলে করে নিয়ে এসেছি। আগে এটাকে ফেলো তারপর গবেষণা করো।( আমি sure রূপ, এটা তোমারই কাজ)
-ঘরে এসে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ,,, সেই লেভেলের ভয় পেয়েছে।
স্বপ্ন:আমিও জানতাম এই কাজটা তোমারই
রূপ: ভাইয়া আপনি (মনে মনে: তুই এত্তো ইডিয়ট, দরজাটাতো লক করে নিবি)
স্বপ্ন: কি নিজেকে বকতেছ, দরজা লক না করার জন্য
রূপ: (এই রে, রূপ আগেই ক্ষমা চেয়ে নে) ভাইয়া প্লিজ সরি, আর হবে না
স্বপ্ন: এই আমি বসলাম, আর তুমি সারারাত এভাবেই টানটান হয়ে বসে থাকবা। এটাই শাস্তি তোমার
রূপ: ভাইয়া প্লিজ এভাবে
স্বপ্ন: not a single word
রূপ: এক ঘন্টা হয়ে গেছে আর পারতেছি না ভাইয়া
স্বপ্ন: কিহ
রূপ: না ঠিক আছে
৩০ মিনিট পর,
স্বপ্ন: আরে এই মেয়ে তো বসেই ঘুমিয়ে গেছে। পুরাই পাগল একটা। ইশ্ এখনো বাচ্চাদের মতো ঘুমায়। ইচ্ছে তো করে সবসময়ই এভাবে তাকিয়ে থাকি আমার জলপরীটার দিকে। কিন্তু আমি তো এখনও যানি না, আমার জলপরী কি আমায় accept করবে কি না। আজ সারারাত আমি আমার জলপরীটাকে দেখবো।
সকালে,
রূপ: একি আমি ঘুম আসলাম কখন? ভাইয়া কোথায় গেলো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যা রূপ
স্বপ্ন: ( ইশ্ ,সব রংয়েই কি তোমায় সুন্দর লাগবে হবে) তো মহারানীর ঘুম ভাঙ্গলো?
রূপ: আমি কি আপনার মতো অলস নাকি যে বেলা করে ঘুমাবো
স্বপ্ন: সেতো দেখতেই পাচ্ছি, মাত্র 10 টা 13 বাজে
চাচিমনি: তোরা থামবি। মামুনি আসো তো খেতে বসো
রূপ: দেখেছো চাচিমনি সকাল সকাল আমার পিছনে লাগতেছে
স্বপ্ন: আম্মু আমি বাইরে যাবো, কেউ যদি ঘুরতে যেতে চায় তাড়াতাড়ি খেয়ে রেডি হতে বলো।
রূপ: সত্যি,,, আমি 5 মিনিট না থাক 10 মিনিট না থাক 15 মিনিট এ আসতেছি
স্বপ্ন: ( পুরোই পাগল একটা) থাক আপনি 20 মিনিটই নেন
রূপ: thank you
চাচিমনি: আরে আগে খেয়ে নাও
রূপ: আমি এখন আর খাবো না
চাচিমনি: আরে...... এই যে, আমি যেন আপনার নামে কোন অভিযোগ না শুনি
স্বপ্ন: ok আম্মুজান
- কোনটা পরবো আমি ? মাঝে মাঝে মনে হয় আমার একটা জামা হলে ভাল হতো, কোন confusion থাকতো না। আম্মু বলে আমায় লাল রঙের জামায় অনেক সুন্দর লাগে। তাহলে লালই পরি,
স্বপ্ন: এতোক্ষন নাকি লাগে 30 মিনিট পার হয়ে গেল ( wow, ও আমায় মেরেই ছাড়বে। ইশ্, এতো cute লাগতেছে।)
Wait for next part
0
4
Written by
Foysal
Foysal
4 years ago
Written by
Foysal
Foysal
4 years ago