সুরা ইখলাস

0 4

_🕋 সূরা ইখলাসের ফজিলত 🕋

💢সূরা ইখলাসের ফজিলত সম্পর্কিত হাদিসঃ-💢

❣️হাদিস নংঃ-০১

রাসূল (সাঃ) বলেন,

"নিঃসন্দেহে সুরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য।’’

---------------(বুখারী হা/৫০১৩,৬৬৪৩,৭৩৭৪)

❣️হাদিস নংঃ-০২

রাসূল (সাঃ) বলেন,

“যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার পাঠ করবে আল্লাহ তা'য়ালা ঐ ব্যক্তিকে এক খতমের সমান নেকী দান করবেন।"

---------------(বুখারী,মুসলিম হা/৮১১)

❣️হাদিস নংঃ-০৩

রাসূল (সাঃ) বলেন,

" যে ব্যক্তি “সুরা ইখলাসকে ভালবাসে, সে আল্লাহর ভালবাসা এবং জান্নাত লাভ করবে।”

----------------(বুখারী হা/৭৩৭৫,মুসলিম হা/৮১৩)

❣️হাদিস নংঃ-০৪

রাসূল (সাঃ) বলেন,

"যে ব্যক্তি “সুরা ইখলাস দশবার পাঠ করবে পাঠকারীর জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করা হবে।”

----------------(সহীহুল জা’মে হা/ ৬৪৭২)

আল্লাহ্ তা'য়ালা আমাদের সবাইকে উপরোক্ত হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন,আমিন।।।🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

1
$ 0.00

Comments