সত্য ঘটনা

0 7
Avatar for Foysal
Written by
4 years ago

এটি একটি সত্য ঘটনা

কাল রাত ১০ টা ৪০ মিনিটে রাজধানীতে

অবস্থিত ইবনে সিনা হাসপাতালে ডাক্তার

দেখিয়ে বাসায় যাওয়ার জন্য রিক্সা

খুঁজছিলাম, তো বেশ কয়েকজনকে অফার করলাম

আমার নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য, কিন্তু

কাছে হওয়াতে কেওই রাজি হলোনা।

হটাৎ একটা রিক্সার দিকে নজর গেল, দেখলাম

ড্রাইভার নাই, একজন অতি বৃদ্ধলোক রিক্সা ধরে

দাঁড়িয়ে আছেন, উনার কাছে প্রশ্ন করলাম, চাচা

এই রিক্সার ড্রাইভার কোথায় বলতে পারেন?

উনি অনেকটা ছোট বাচ্চাদের মত আদো আদো

কন্ঠে বললেন, ""বাবা আমিই ড্রাইভার(!!)

কোথায় যাবেন বলুন নামিয়ে দিয়ে আসি,

(জায়গার নাম বলতেই) তবে হ্যা,ভাড়া ৫ টাকা

বেশি দিতে হবে, আর জোরে চালাতে ধমক

কিন্তু দিতে পারবেননা।

আমি উনার দিকে তাকিয়ে রইলাম,, কি বলবো

ভাষা হারিয়ে ফেলেছি, বৃদ্ধের চেহারা দেখে

আর মুখের কথা শুনে নিজের অজান্তেই চোখে

পানি চলে আসলো।

শুধু এতটুকু বললাম, আচ্ছা দিবো চলুন, আপনি যে

ভাবে চালাতে পারেন সে ভাবেই চালান কিছু

বলবোনা, বৃদ্ধলোক রিক্সা টান দিলেন, বুঝলাম

বয়সের ভারে লোকটি কুঁজো হয়ে গেছে।

উনি পাঁচ মিনিটের রাস্তা প্রায় ২০ মিনিট ধরে

আসলেন, পথে অন্য রিক্সাওয়ালারা বৃদ্ধকে

বিভিন্ন ভাষায় টিজ করতে লাগলো, কেও দাদা

বলে কেও বা আবার বউ কয়টা বলে হট্রহাসিতে

ফেটে পড়লো, আমি বেশ কয়েকজনকে ধমকও

দিলাম। লক্ষ করলাম পথিমধ্যে অনেকেই

লোকটার দিকে তাকিয়ে আছে।

যাই হওক, উনি আমার গন্তব্যে আসলেন, আমি

রিক্সা থেকে নেমে উনাকে পাঁচশত টাকা দিয়ে

বললাম চাচা এইনেন ভাড়া, উনি বললেন বাবা

আমার কাছে ভাংতি হবেনা, আমি বললাম,

আপনি পুরাটা রেখে দেন, বৃদ্ধের জবাব, আমি

ভিক্ষা করিনা, কাজ করি আপনি নির্দিষ্ট মজুরি

দেন, আমি হতভম্ব হয়ে বললাম, আমি আপনার

রিক্সা ভাড়া বাবদ পাঁচশত টাকা দিলাম রাখেন,

বৃদ্ধলোক নাচোড় বান্দা কিছুতেই নিবেনা!!!

উনাকে বললাম, চাচা, আমি আপনার ছেলের মত

নেন সমসস্যা নাই, উনি প্রশ্ন করলেন, তোমার

বাবা মা বেঁচে আছে?? বললাম,

আলহামদুলিল্লাহ্ আমার আব্বা আম্মা দুইজনই

পরম মমতায় এখনো আগলে রেখেছেন আমাকে।

বৃদ্ধের বয়স সহ নাম জানতে চাইলাম, বললেন নাম

আদম আলী, বয়স ৮০ এর উপরে, তবে বুঝতে

অসুবিধা হয়না বয়স অবশ্যই ৮০ এর বেশি হবে।

উনাকে প্রশ্ন করলাম, আপনার ছেলে মেয়ে

আছে? বৃদ্ধলোক উত্তর দিলেন,""আমার চার

ছেলে ও এক মেয়ে আছে"" শুনে অবাক হলাম,

জানতে চাইলাম সন্তানদের ব্যাপারে।

বৃদ্ধলোক বলতে লাগলেন,""সবাই বিবাহিত,

ছেলেদের ঘরে একেকজনের ৩/৪ করে সন্তান,

সবাই ভাল উপার্জন করে, স্ত্রী সন্তান নিয়ে

আলাদা থাকে, মেয়েরও বিয়ে হয়ে গেছে,

স্বামি সি এন জি (অটু স্কুটার) চালক, আমি আর

বুড়ি আলাদা থাকি, পাকিস্তান পিরিয়ডে ২৫

টাকা পণ দিয়ে বিয়ে করেছি আল্লাহর রহমতে

আজো এক সাথে আছি""।

জানতে চাইলাম, আপনার ছেলেরা আপনার বরণ-

পোষন করেনা কেন? তাদের কাছে যাননা

আপনি?

বৃদ্ধের এক উত্তর,""তাদের সংসারে আমাদের

কোন ঠাই নাই, আমাদের আল্লাহ্ আছেন""।

কৌতুহল বশত জিজ্ঞেস করলাম, সন্তানরা

আপনাদের ভালবাসেনা, আপনি তাদের অভিসাপ

দেননা?

বৃদ্ধ আমার প্রতি রেগে গেলেন,""বললেন

অভিসাপ দিবো কেন? আমরা মরার পর কবরে

মাটিতো দিবে""।

নিজেকে আর ধরে রাখা হলোনা আমার, বৃদ্ধ

বুঝতে পেরে নিজের হাতে চোখের জল মুছে

দিলেন,

বললেন,""বাবা তোমার পিতা মাতা ধন্য,

তোমাকে জন্ম দিয়ে,তোমার টাকাটা আমি

নিবো

একটু ভাল লাগলো আমার, একটি রেস্তোরাঁর

সামনে দাঁড়িয়ে আমাদের এই আবেগী দৃশ্য গুলো

চলছিল, আর রেস্তোরাঁর মালিক ভিতরে বসে

বসে সব লক্ষ করছিলেন, আমি বৃদ্ধলোকটিকে

বিদায় দিবো এমন সময় তিনি আসলেন, এবং

আমাদের দুইজনকেই পছন্দমত ফ্রী খাওয়ার

অনুরোধ করলেন, আমি না খেলেও ৮০ বছরের

বয়সী বৃদ্ধ আদম আলী মাছের বারকিউ দিয়ে খুব

তৃপ্তি সহকারে নান রুটি খেলেন।

এই স্ট্যাটাস টি আমি আমার পাবলিসিটির জন্য

করিনি, করেছি শুধুমাত্র ঐ সব বিবেকহীন পশুদের

জন্য যারা ৮০ বছর বয়সী পিতাকে রাস্তায়

ছেড়ে দেয় খাবার খুঁজতে এবং আমার মত যুবকরা

যেন এ সমস্ত অসহায়দের অসম্মানিত না করেন।

পুরোটা যখন পড়েছেন একটা কমেন্ট করে

জানাবেন কেমন লাগলো আমার গল্পটা।

1
$ 0.00
Avatar for Foysal
Written by
4 years ago

Comments